নাজ'এর ব্লগ
আমার যাদুমনি (২২)
মোদের ঈদ-উল-আজহা '১১ যেভাবে কাটলো........
পোজ দেয়া কাকে বলে ঋহান'কে জিজ্ঞেস করুন
একে বলে সিনেমা ইস্টাইলে পোজ
(ফুলের বদলে টবের এক কোনে হাত দিয়ে আর কি
তারপর পোজ দিতে দিতে এভাবে বাঁকা হয়ে যেতে হয়
আর এইটা হলো- হিরো ইস্টাইল!
অন্য দিকে ঘুরে ক্যামেরা দেখা
আমার বাবামনি'টা ♥
my angels!
আমার যাদুমনি (২১)
গত জুলাই মাসে ঋহান তার এক বছর শেষ করলো।
আর আজ এতদিন পর তার মায়ের সময় হলো ছবিগুলো সবার সাথে শেয়ার করার।
Sorry for the late!
me & my soul ♥
♫♪♥♥[̲̅̅H̲̅][̲̅̅A̲̅][̲̅̅P̲̅][̲̅̅P̲̅][̲̅̅Y̲̅] [̲̅̅B̲̅][̲̅̅I̲̅][̲̅̅R̲̅][̲̅̅T̲̅][̲̅̅H̲̅][̲̅̅D̲̅][̲̅̅A̲̅][̲̅̅Y̲̅]♥♥♫♪ babamoni
The Cakes!
the king is waiting for the guests
আমার যাদুমনি (২০)
ওওনেক দিন পর এলাম। কিছুই করিনা, তাও জানিনা সময় কোনদিকে দৌড়ে পালায়। আর চাকুরি শুরু করলে যে কি করবো
যাকগে। কথা কম, কাজ বেশি......।
Best Smiling ever! MashaALLAH!
গাড়ি নিয়ে রেডি!
বাবার সাথে ঋহান
আহালে!
বাক্স বন্দি ঋহান
আমার যাদুমনি (১৮)
মাহে রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখুন!
ঋহান "আল্লাহ" দেয়।
(মানে সে নামাজ পড়া কে আল্লাহ দেয়া বলে)
চুরি করে সিরিয়াল খেতে গিয়ে হাতে নাতে ধরা
চুরি'তে ধরা খেয়ে মুড অফ
আমাদের ঋহান
আমার যাদুমনি (১৭)
আজকের সিনেমা'র নাম...... "তরকারি'র সাথে একদিন"
ঋহানঃ ইস! বাজারে তলি-তক্কারির যা দাম! দেখি কি কি বাজার করলো
ঋহানঃ ইয়েএ, অনেক তক্কারি
ঋহানঃ দেখি, এটা পঁচা দিয়ে দিলো না তো?
ঋহানঃ দেখে তো মনে হচ্ছে ভালোই বাজার হয়েছে, হুমম!
ঋহানঃ দেখি, এইবার একটু রান্না করি!
আমার যাদুমনি (১৬)
সব মানুষের রুহ-ই নাকি একই সময়ে তৈরী, কেবল এক একজনের জন্ম এক এক সময়ে। সেজন্য-ই নাকি যত দিন পেরুচ্ছে, তত-ই বাচ্চা'রা ছোট থেকে সব্জান্তা টাইপ হয়ে যাচ্ছে।
আমি মাঝে মাঝে ঋহান এর বুদ্ধি দেখলে অবাক হই (মাশাল্লাহ), এইটুকু বাচ্চা এগুলো বুঝে কিভাবে, কে জানে!
যাইহোক, আজকের ছবি গুলো "পড়ুয়া ঋহান" এর ছবি
আমি পড়তে বসলেই আমার বই-খাতা-কলম নিয়ে এমন করা তার জন্য আজ-কাল বাধ্যতামূলক হয়ে গেছে
মনযোগ সহকারে খাতার লেখা পড়ছে মাষ্টার ঋহান (খাতা কিন্তু উলটা )
লেখা দেখা শেষ!
বাংলাগ্যালারী ডট কম
http://www.banglagallery.com/ - এ ওয়েবসাইটটিতে রয়েছে ইতিহাস নিয়ে এক বিশাল আয়োজন। বাংলা সৃষ্টির সম্পূর্ণ ইতিহাস। আছে খ্রিস্টপূর্ব ১২০২ হতে ব্রিটিশরাজের শাসন, পাক-ভারত সৃষ্টির ইতিহাস, বাংলা ভাষার দাবিতে আন্দোলনরত একুশে ফেব্রুয়ারির বর্ণনা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের জন্মকথা, একাত্তর পরবর্তী স্বাধীন দেশের শাসন ব্যবস্থা, ১৯৭৫-এর আগস্টের কথা।
বাংলাগ্যালারী সম্পর্কে এভাবেই লিখেছিলো দৈনিক যুগান্তর।
বাংলাগ্যালারী’র যাত্রা শুরু ১৯৯৮ সালে, যখন বাংলাদেশের মানুষ অন্তর্জালের সাথে কেবল পরিচিত হওয়া শুরু করেছে, তখন। তাওহিদ হাবিব নিজের শখের বশে এই বাংলাগ্যালারী’র যাত্রা শুরুর উদ্যোগ গ্রহন করেন।
আমার যাদুমনি (১৪)
ঋহানের নতুন গাড়ি
দুই ধাক্কাতেই গাড়ি ভেঙ্গে চৌচির
ঋহানঃ আমাল গালি'টা ভেঙ্গে গেল? আমাল মন খালাপ
পাঙ্কু ঋহান
বউ ঋহান
কি খুশি, মাশাল্লাহ!
আবারো চোখ টিপ
অসহ্য শূন্যতা!
আজ-কাল প্রায়ই এমন হয়। মনের মাঝে অদ্ভুত এক শূন্যতা কাজ করে। কেন এমন হয় জানিনা। সবই ঠিক আছে, সবাই ভালো আছে, তাও মাঝে মাঝে সব কিছু-ই যেন অর্থহীন মনেহয়। আসলে ইদানিং আমি দিনগুলোকে যেমন করে চাই, তেমন করে একটা দিনও পাইনা। প্রতিটা দিন আমার ইচ্ছা গুলো অপূর্নই রয়ে যায়। মীর এর একটা লেখাতে সেদিন পড়েছিলাম,
মানুষের ভেতর নিজের প্রয়োজনীয়তা তৈরী করতে হবে।
সেখানে বলেছিলাম, "এটাই মনে হয় করতে পারি না আমি"। আসলেই, এটাই করতে পারিনা আমি। সেজন্যই আমার জীবনের দিনগুলো আমার মত করে যাচ্ছে না একদিনও। এমন করতে করতে আজ-কাল আমার ইচ্ছা গুলো প্রকাশ করার ইচ্ছাও হয়না আর।
আমার যাদুমনি (১৩)
আজ কিছু লেখবো না, কেবল ক্যাপশন দিয়ে গেলাম।
এবি'র রংবাজ
চানগ্লাস ঋহান
গ্লাস খোলার জন্য হাত ছুটানোর আপ্রান চেষ্টা!
অতঃপর গ্লাস খুলতে সফল
গ্লাস খুলে খুশি
আমার যাদুমনি (১২)
ঋহান বেশ কিছুদিন যাবৎ নাকে কামড় দেয়া শিখেছে। ইদানিং আবার নাক থেকে আস্তে আস্তে নিচের দিকে নেমে আমার ঠোটেও কামড় লাগিয়ে দেয়। এবং মজার ব্যাপার হলো, ঠোটে কামড় শুধু আমাকেই দেয়, তার বাপ'রে দেয় না।
এই দেখে তার বাপ সেদিন বললো, "পোলায় দেখি এখনই প্রেক্টিস শুরু কইরা দিছে। সে কি ভাবছে আমরা কিছুই বুঝি না? আরে এখন মা'রে দিয়া সেইফ সাইডে থাকতেছে আর কি, কয়দিন পর তো না জানি আর কারে কারে দেয়"।
আমি বললাম, "হু! অসুবিধা কি? সবাই যে বলে 'পুরা বাপ কা বেটা', এটা মনে হয় সেইটার আসল নমুনা"
বিছানা পেলেই ঋহানের চিৎপটাং হয়ে যেতে ইচ্ছে করে
এই পুতুলের চেয়ে পুতুলের পা টা ঋহানের অনেক পছন্দ
আমার যাদুমনি (১১)
দেখতে দেখতে দিন গুলো চলে যাচ্ছে। কাল হঠাৎ মনে পড়লো ঋহান এর নিউমনিয়া কালীন সময়ে হসপিটালে পার করা ভয়াবহ দিন গুলোর কথা। ঋহানকে নিয়ে যখন ডাক্তার আই.সি.ইউ তে ঢুকলো, আমার ঋহান ভেতর থেকে সজোড়ে চিৎকার করে কাঁদছে আর এদিকে আমি বাইরে দাঁড়িয়ে অঝরে কাঁদছি। তারপর এক এক করে ৭টা দিন এভাবেই পার করা আমার জন্য মুখের কথা ছিলো না। তাও পার করে আসতে পেরেছি সেই ভয়াবহ ৭দিন। তারপর হাসি-কান্না্, সুখ-দুঃখ মিলে একে একে ৯টা মাস পার হয়ে গেলো। আমার ঋহান এখন বড় হয়ে যাচ্ছে। এখন ও বসতে পারে, একটু একটু দাঁড়ানোরও চেষ্টা করে। সারাদিন ওকে ঘিরে আমার কত শত মূহুর্ত! ও কি জানে, ওর প্রতিটা কাঁন্না আমার মন খারাপ করে দেয়? ও কি জানে ওর প্রতিটা হাসি আমার মন ভালো করে দেয়? ও কি জানে, ও নিজের মুখ থেকে সারাদিন যেসব অর্থহীন শব্দ উচ্চারন করে সেই প্রতিটি শব্দতে আমি এক একটা অর্থ খুঁজে পাই?
আমার যাদুমনি (১০)
এই বাবা, খবরদার! আমার ছবি তুলবা না
এই বয়সেই শুরু। একেই বলে বাপ-কা বেটা
মা এগুলি কি পঁচা কথা বলে, আমি কিন্তু এখনি কান্না কলে দিবো
নিশি-নবনী-ঋহান (ঋহানের ফুপুতো বোনরা)
আনন্দ বাতাসে উড়ে বেরায়, বাবা-ছেলে সেটা ধরতে চায়
হতবাক!
ঋহানের উকিঝুকি
নোরা-ঋহান এর হামাগুড়ি