আমার যাদুমনি (১৫)
দুষ্টু যাদুমনি আমার, সব সময় ভালো থাকিস!
ঋহান, নিশি, নবনী (ঋহানের ফুপুতো বোনেরা)
রায়হান আঙ্কেলের সাথে খেলা
ক্যামেরা দেখলেই বেকুব বনে যাওয়া
"দেশনেত্রী দ্বয়'কে পাছা প্রদর্শন করে ঘুম" একেই বলে
ঋহানঃ দেশে শান্তিতে ঘুমানোর জায়গার বড় অভাব। তাই আমি এইখানেই ঘুমাই
(বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে গিয়ে মাটিতে শুয়েছেন তিনি)
ট্রাফিক সার্জেন্ট ঋহান, ট্রাফিক কন্ট্রোল করতে দাড়াইছে
(নিজে নিজে গিয়ে ঢুকেছে টেবিলের তলায়)
ট্রাফিক কন্ট্রোল চলছে
ট্রাফিক কন্ট্রোল করে ক্লান্ত হয়ে লাইট পোস্ট বেয়ে উঠার চেষ্টা
অতঃপর লুকোচুরি খেলা
(শেষের ছবি চারটা আজকে তোলা)
"দেশনেত্রী দ্বয়'কে পাছা প্রদর্শন করে ঘুম" একেই বলে
দারুন মজার ছবি ক্যাপশন গুলাও জটিল হইছে
ঋহানের জন্য শুভকমনা।
নাজআপু ভীষন মজা পেলাম ।। মাশাআল্লাহ্ দোয়াকরি ঋহান সবসময় সুস্হসুন্দর থাকুক।
দুষ্টু-মিষ্টি ঋহানকে অনেক আদর
শেষের ছবিটা দেখে পিচ্চুকে কোলে নিয়ে নিতে ইচ্ছা হচ্ছে।
ওরে টমেটোরে!!!!!!!!!!!!!!
বাচ্চাদের ঘুমের এই পোজটা একদম ইউনিক। মেঘও উলটে এভাবে ঘুমাতো। টেবলের নীচে বসে একা একা সে বেলার পর বেলা খেলতো।
সুইট চুইট পোষ্ট
প্রত্যেকটা ছবি অসাধারণ। কি আদর আদর ছবি। ওলেলেলে। জান্টুসকে চুম্মা।
নাজকে
দারুন হয়েছে ছবি এবং ক্যাপসন। সব সময় ভাল থাকুক সোনামনিটা।
কী সুন্দর ছবি...
সবচেয়ে সুন্দর হৈছে রায়হান চাচার সাথেরটা
জটিল ছবি, তার থেকে জটিল ক্যাপশন
আপনার যাদুমণি আসলেই অনেক বেশি কিউট। :নেত্য:
সব বাচ্চাই কি এমন করে ঘুমায়?
সব গুলো ছবিই সুন্দর। গুট্টুস একটা।
ঋহানের নতুন ছবি কই?? আপনি কই???
হারিয়ে গিয়েছি
সবাইকে
মন্তব্য করুন