ইউজার লগইন

আমার যাদুমনি (১৫)

254283_10150622287480151_757265150_19257023_6960788_n.jpg
দুষ্টু যাদুমনি আমার, সব সময় ভালো থাকিস!

255448_10150622287925151_757265150_19257029_6412257_n.jpg
ঋহান, নিশি, নবনী (ঋহানের ফুপুতো বোনেরা)

254220_10150620923475151_757265150_19242142_7210118_n.jpg

248154_10150620923290151_757265150_19242139_559647_n.jpg

248611_10150620922980151_757265150_19242136_5990964_n.jpg
রায়হান আঙ্কেলের সাথে খেলা Big smile

248450_10150620922690151_757265150_19242132_84533_n.jpg
ক্যামেরা দেখলেই বেকুব বনে যাওয়া Tongue

226242_10150603774610151_757265150_19066597_4362798_n.jpg
"দেশনেত্রী দ্বয়'কে পাছা প্রদর্শন করে ঘুম" একেই বলে Crazy

227853_10150603904070151_757265150_19068054_7885261_n.jpg
ঋহানঃ দেশে শান্তিতে ঘুমানোর জায়গার বড় অভাব। তাই আমি এইখানেই ঘুমাই Sad
(বিছানা থেকে গড়িয়ে গড়িয়ে গিয়ে মাটিতে শুয়েছেন তিনি)

251329_10150628097745151_757265150_19340930_6123561_n.jpg
ট্রাফিক সার্জেন্ট ঋহান, ট্রাফিক কন্ট্রোল করতে দাড়াইছে Crazy
(নিজে নিজে গিয়ে ঢুকেছে টেবিলের তলায়)

250604_10150628097850151_757265150_19340933_5534540_n.jpg
ট্রাফিক কন্ট্রোল চলছে Wink

247194_10150628097915151_757265150_19340934_1388618_n.jpg
ট্রাফিক কন্ট্রোল করে ক্লান্ত হয়ে লাইট পোস্ট বেয়ে উঠার চেষ্টা Tongue

251733_10150628097995151_757265150_19340937_3252286_n.jpg
অতঃপর লুকোচুরি খেলা Big smile

(শেষের ছবি চারটা আজকে তোলা)

পোস্টটি ১৯ জন ব্লগার পছন্দ করেছেন

শাহ নাজ's picture


"দেশনেত্রী দ্বয়'কে পাছা প্রদর্শন করে ঘুম" একেই বলে Rolling On The Floor Rolling On The Floor

আজম's picture


দারুন মজার ছবি Smile ক্যাপশন গুলাও জটিল হইছে
ঋহানের জন্য শুভকমনা।

সন্ধ্যা প্রদীপ's picture


নাজআপু ভীষন মজা পেলাম ।। মাশাআল্লাহ্ দোয়াকরি ঋহান সবসময় সুস্হসুন্দর থাকুক।

লীনা দিলরুবা's picture


দুষ্টু-মিষ্টি ঋহানকে অনেক আদর Smile

মীর's picture


শেষের ছবিটা দেখে পিচ্চুকে কোলে নিয়ে নিতে ইচ্ছা হচ্ছে।

রাসেল আশরাফ's picture


ওরে টমেটোরে!!!!!!!!!!!!!! Big Hug Big Hug Big Hug

তানবীরা's picture


বাচ্চাদের ঘুমের এই পোজটা একদম ইউনিক। মেঘও উলটে এভাবে ঘুমাতো। টেবলের নীচে বসে একা একা সে বেলার পর বেলা খেলতো।

সুইট চুইট পোষ্ট

জ্যোতি's picture


প্রত্যেকটা ছবি অসাধারণ। কি আদর আদর ছবি। ওলেলেলে। জান্টুসকে চুম্মা।
নাজকে Big Hug চুম্মা

সামছা আকিদা জাহান's picture


দারুন হয়েছে ছবি এবং ক্যাপসন। সব সময় ভাল থাকুক সোনামনিটা।

১০

মেসবাহ য়াযাদ's picture


কী সুন্দর ছবি...
সবচেয়ে সুন্দর হৈছে রায়হান চাচার Wink সাথেরটা

১১

কামরুল হাসান রাজন's picture


জটিল ছবি, তার থেকে জটিল ক্যাপশন Big smile

১২

আরিশ ময়ূখ রিশাদ's picture


আপনার যাদুমণি আসলেই অনেক বেশি কিউট। :নেত্য:

১৩

একজন মায়াবতী's picture


সব বাচ্চাই কি এমন করে ঘুমায়? Puzzled
সব গুলো ছবিই সুন্দর। গুট্টুস একটা।

১৪

একজন মায়াবতী's picture


ঋহানের নতুন ছবি কই?? আপনি কই??? Sad

১৫

নাজ's picture


হারিয়ে গিয়েছি Smile

১৬

নাজ's picture


সবাইকে THNX

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.