ইউজার লগইন

আমার যাদুমনি (১৬)

সব মানুষের রুহ-ই নাকি একই সময়ে তৈরী, কেবল এক একজনের জন্ম এক এক সময়ে। সেজন্য-ই নাকি যত দিন পেরুচ্ছে, তত-ই বাচ্চা'রা ছোট থেকে সব্জান্তা টাইপ হয়ে যাচ্ছে।

আমি মাঝে মাঝে ঋহান এর বুদ্ধি দেখলে অবাক হই (মাশাল্লাহ), এইটুকু বাচ্চা এগুলো বুঝে কিভাবে, কে জানে!

যাইহোক, আজকের ছবি গুলো "পড়ুয়া ঋহান" এর ছবি Wink

1_1.JPG
আমি পড়তে বসলেই আমার বই-খাতা-কলম নিয়ে এমন করা তার জন্য আজ-কাল বাধ্যতামূলক হয়ে গেছে Stare

2_2.JPG
মনযোগ সহকারে খাতার লেখা পড়ছে মাষ্টার ঋহান (খাতা কিন্তু উলটা Tongue)

3_1.JPG
লেখা দেখা শেষ!

4_1.JPG
এইবার উনি কি শিখলেন তা লিখছেন Tongue

5_1.JPG
সময় বেশি নেই, তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে Wink

6_0.JPG
এইবার পড়া না পারার অপরাধে বাতাস'কে ধমক Crazy

7_0.JPG
অনেক হইছে, এইবার ছবি তোলা বন্ধ করো। আমার মান-ইজ্জত নষ্ট কইরো না Tongue

8_0.JPG
নিখা-পলা কলে ঋহান মহা ক্লান্ত Wink

পোস্টটি ১২ জন ব্লগার পছন্দ করেছেন

আবেগী বালক's picture


ভাগ্নে আমার সূখী হোক এ শুভকামনা করি।ও বড় হলে ওকে ডাক্তার বানাবেন।এই স্বার্থন্বেষী দুনিয়ায় মানব সেবক ডাক্তারের বড় অভাব।

রাসেল আশরাফ's picture


কলম খোলা শিখে নাই?? শিখলে কি সুন্দর লিখে দিতো। Tongue Tongue

লীনা দিলরুবা's picture


বেটা তো দিন দিন সুন্দর হৈতেছে Smile

সামছা আকিদা জাহান's picture


কে বললো নিথা পলা করে ঋহান ক্লান্ত ও তো পরের থিওরী নিয়ে চিন্তিত। ও হবে স্টিফেন এর উত্তরসূরী।

মেসবাহ য়াযাদ's picture


খাইছে..... Big smile

সামছা আকিদা জাহান's picture


Image062.jpg নাজ আপনার ছেলের পান্ডিত্য আমাকে মুগ্ধ করায় আমিও আমার ছেলের গাম্ভীর্য্য প্রকাশ করলাম।

বিঃদ্রঃ নিচে কিন্তু পেন্টু নাই।

নাজ's picture


বাবু'টাকে অনেক আদর!

রশীদা আফরোজ's picture


ঋহানকে দেখে ভালো লাগলো। দেয়ালে আঁকাআঁকি এখনো শিখেনি?

ফিরোজ শাহরিয়ার's picture


কলম দেখার ভাবটা দেখে মনে হচ্ছে দার্শনিক হবে। বড় হয়ে যাচ্ছে মনে হয়!

১০

ফিরোজ শাহরিয়ার's picture


কলম দেখার ভাবটা দেখে মনে হচ্ছে দার্শনিক হবে। বড় হয়ে যাচ্ছে মনে হয়! হোক, আরো বড় হোক। আকাশ ছুঁয়ে দিক।

১১

একজন মায়াবতী's picture


অনেকদিন পর দেখলাম ঋহানকে। Love Love

১২

আপন_আধার's picture


মাশাল্লাহ ...... ভাইগ্নার জন্য অনেক অনেক আদর Smile

১৩

শওকত মাসুম's picture


ভুলে বালিশের নীচ থেকে অন্য বই যেন বের না করে, খেয়াল রাইখো। Wink

১৪

কামরুল হাসান রাজন's picture


মজা

১৫

মাহবুব সুমন's picture


ভুলে বালিশের নীচ থেকে অন্য বই যেন বের না করে, খেয়াল রাইখো।
Cool

১৬

আশফাকুর র's picture


ভাইজতা দেহি কলমের ক্যাপ না খুইলায় লেখলো??? প্রকৃত সাহিত্যিক হবে। মনের কলমে লেখে। ঐ কলম সবাই দেখেনা- আমার মত কেউ কেউ দেখে। Grade Grade

১৭

শাপলা's picture


দূর্দান্ত সব ছবি। একদম মন ভরে যায়। ছানাসহ ছানার বাবা-মা সকলেই এরকম সুখে শান্তিতে থাকুন।

১৮

তানবীরা's picture


এবিতে আমার এটা সবচেয়ে পছন্দের পোষ্ট। আমি মেঘকে নিয়ে যা করতাম তা ফিরে দেখি তোমার মধ্যে। মেঘ উলটে পালটে পড়া শেষ করে, কুটি পাটি ছিড়তো সব। আমরা অবশ্য বিমল আনন্দ পেতাম তাতে। কিছু দেখলেই অবাক হয়ে মাকে বলতাম, মা দেখেছো আমার মেয়ে কি করে? সে উৎসাহে এক গাঁদা বাসন মাজা জল ঢেলে আমার মা উত্তর দিতেন, সব বাচ্চাই এগুলো করে এ বয়সে। একদিন ছোটবোন এমন ধমক দিলো মাকে, পৃথিবীর কোন বাচ্চাই কিছু করে না আর করবে না। ওর বাচ্চাই প্রথম আর অর বাচ্চাই শেষ। আর যদি তুমি ওকে বলেছো কখনো .।। লল। মা হওয়া ব্যাপারটাই ডিভাইন

এই আনন্দ চির অক্ষুন্ন হোক, এই কামনা Big smile

১৯

নাজ's picture


সবাই'কে অশেষ ধন্যবাদ! Smile
ঋহান এর জন্য দোয়া করবেন।

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.