আমার যাদুমনি (১৬)
সব মানুষের রুহ-ই নাকি একই সময়ে তৈরী, কেবল এক একজনের জন্ম এক এক সময়ে। সেজন্য-ই নাকি যত দিন পেরুচ্ছে, তত-ই বাচ্চা'রা ছোট থেকে সব্জান্তা টাইপ হয়ে যাচ্ছে।
আমি মাঝে মাঝে ঋহান এর বুদ্ধি দেখলে অবাক হই (মাশাল্লাহ), এইটুকু বাচ্চা এগুলো বুঝে কিভাবে, কে জানে!
যাইহোক, আজকের ছবি গুলো "পড়ুয়া ঋহান" এর ছবি
আমি পড়তে বসলেই আমার বই-খাতা-কলম নিয়ে এমন করা তার জন্য আজ-কাল বাধ্যতামূলক হয়ে গেছে
মনযোগ সহকারে খাতার লেখা পড়ছে মাষ্টার ঋহান (খাতা কিন্তু উলটা )
লেখা দেখা শেষ!
এইবার উনি কি শিখলেন তা লিখছেন
সময় বেশি নেই, তাড়াতাড়ি লিখে শেষ করতে হবে
এইবার পড়া না পারার অপরাধে বাতাস'কে ধমক
অনেক হইছে, এইবার ছবি তোলা বন্ধ করো। আমার মান-ইজ্জত নষ্ট কইরো না
নিখা-পলা কলে ঋহান মহা ক্লান্ত
ভাগ্নে আমার সূখী হোক এ শুভকামনা করি।ও বড় হলে ওকে ডাক্তার বানাবেন।এই স্বার্থন্বেষী দুনিয়ায় মানব সেবক ডাক্তারের বড় অভাব।
কলম খোলা শিখে নাই?? শিখলে কি সুন্দর লিখে দিতো।
বেটা তো দিন দিন সুন্দর হৈতেছে
কে বললো নিথা পলা করে ঋহান ক্লান্ত ও তো পরের থিওরী নিয়ে চিন্তিত। ও হবে স্টিফেন এর উত্তরসূরী।
খাইছে.....
নাজ আপনার ছেলের পান্ডিত্য আমাকে মুগ্ধ করায় আমিও আমার ছেলের গাম্ভীর্য্য প্রকাশ করলাম।
বিঃদ্রঃ নিচে কিন্তু পেন্টু নাই।
বাবু'টাকে অনেক আদর!
ঋহানকে দেখে ভালো লাগলো। দেয়ালে আঁকাআঁকি এখনো শিখেনি?
কলম দেখার ভাবটা দেখে মনে হচ্ছে দার্শনিক হবে। বড় হয়ে যাচ্ছে মনে হয়!
কলম দেখার ভাবটা দেখে মনে হচ্ছে দার্শনিক হবে। বড় হয়ে যাচ্ছে মনে হয়! হোক, আরো বড় হোক। আকাশ ছুঁয়ে দিক।
অনেকদিন পর দেখলাম ঋহানকে।
মাশাল্লাহ ...... ভাইগ্নার জন্য অনেক অনেক আদর
ভুলে বালিশের নীচ থেকে অন্য বই যেন বের না করে, খেয়াল রাইখো।
ভুলে বালিশের নীচ থেকে অন্য বই যেন বের না করে, খেয়াল রাইখো।
ভাইজতা দেহি কলমের ক্যাপ না খুইলায় লেখলো??? প্রকৃত সাহিত্যিক হবে। মনের কলমে লেখে। ঐ কলম সবাই দেখেনা- আমার মত কেউ কেউ দেখে।
দূর্দান্ত সব ছবি। একদম মন ভরে যায়। ছানাসহ ছানার বাবা-মা সকলেই এরকম সুখে শান্তিতে থাকুন।
এবিতে আমার এটা সবচেয়ে পছন্দের পোষ্ট। আমি মেঘকে নিয়ে যা করতাম তা ফিরে দেখি তোমার মধ্যে। মেঘ উলটে পালটে পড়া শেষ করে, কুটি পাটি ছিড়তো সব। আমরা অবশ্য বিমল আনন্দ পেতাম তাতে। কিছু দেখলেই অবাক হয়ে মাকে বলতাম, মা দেখেছো আমার মেয়ে কি করে? সে উৎসাহে এক গাঁদা বাসন মাজা জল ঢেলে আমার মা উত্তর দিতেন, সব বাচ্চাই এগুলো করে এ বয়সে। একদিন ছোটবোন এমন ধমক দিলো মাকে, পৃথিবীর কোন বাচ্চাই কিছু করে না আর করবে না। ওর বাচ্চাই প্রথম আর অর বাচ্চাই শেষ। আর যদি তুমি ওকে বলেছো কখনো .।। লল। মা হওয়া ব্যাপারটাই ডিভাইন
এই আনন্দ চির অক্ষুন্ন হোক, এই কামনা
সবাই'কে অশেষ ধন্যবাদ!
ঋহান এর জন্য দোয়া করবেন।
মন্তব্য করুন