আমার যাদুমনি (১৪)
ঋহানের নতুন গাড়ি
দুই ধাক্কাতেই গাড়ি ভেঙ্গে চৌচির
ঋহানঃ আমাল গালি'টা ভেঙ্গে গেল? আমাল মন খালাপ
পাঙ্কু ঋহান
বউ ঋহান
কি খুশি, মাশাল্লাহ!
আবারো চোখ টিপ
মোবাইলে শিলা'র নৃত্য দেখে
এইবার সে-ও নৃত্য করে
খেলা
ঋহানঃ এই একদম চুপ!
আমার ময়না, টিয়া আর টুনটুনি পাখি
"শিলা কি জাওয়ানি" দেখায় মশগুল
Rihan: hey hey. look at me! hehehehe
খেলতে খেলতে তার চাচা'র পায়ের উপরেই ঘুম!
শান্তির ঘুম!
দোস্তের চোখের কি খবর? ভালো হয়ছে?
হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। দোয়া কইরেন।
জাদু মনির জন্য স্বপ্ন দিলাম উড়িয়ে
অনেক ধন্যবাদ!
চোখ টিপ দেয়ার সময় তো পুরাই বাপের মতোন লাগে। বাহ্।
জাদুমনিটা যে একটা জান এইটা তো আর নতুন করে বলার কিছু নাই।
কিন্তু মোবাইলটা কার এইটা কন দেখি???? টুটুল ভাইয়ের না তো???
না, আমার
কিন্তু কেন জিগাইলেন?
আপ্নের হইলে ঠিকাছে। ছেলের বিনোদনের জন্য মা শিলারে মোবাইলে রাখতেই পারে।
কিন্তু টুটুল ভাই মোবাইলে শিলারে নিয়া ঘুরবো কেন?
টুটুল ভাই যে শিলা, মিলা, কিলা আরও কত লা'রে মোবাইলে নিয়া ঘুরে
চোখ টিপিটা দারুন
দুইদিন পর না জানি কারে কারে দেয়
এরকম দুর্দান্ত সব ছবি দিলে তো বেবিটাকেই নিয়ে নিতে ইচ্ছে করছে...।
না থাক, সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই, আপনার সন্তান তার মা'র কোলে নিরাপদে থাক, থাক দুধে-ভাতে। সব সময়ের জনয় এই কামনাই রইল।
তাই-ই যেন হয়, দোয়া করবেন
সবগুলা ছবি সুন্দর। চোখ টিপি দেওয়া আর তিন পিচ্চির খেলাঘর জট্রিল।কালই প্রথম ঋহানেকে দেখলাম হাসতে, খেলতে, নাচানাচি করতে। তাও আবার আমার কোলে করে চলে আসতে। অন্যদিন তো খালি প্যা পু করে।
এর জন্যই বলি, যদি ঋহান'কে ফূর্তিতে দেখতে চান তাহলে সময় পেলে বাসায় চলে আসবেন। কারন এখানেই সে সবচেয়ে বেশি স্বতস্ফুর্ত থাকে
ওরা ভাল থাকুক...
আমিন!
চোখ টিপিটা কার কাছ থেকে শিখছে। বাবা না মা?
মীর বলেছেন
সুন্দর সব ছবি
ধইন্যা আপু
দেখে মন ভরে গেলো। ভালো থাকুক ঋহান।
দোয়া করবেন।
আমি এই পর্বটা মিস করছি । মামুজানের সব ছবিই আমার কাছে জটিল লাগে । মাশাল্লাহ সুন্দর পোজ দিতে পারে সে । আরো বড় হলে না জানি আরো কত নতুন নতুন স্টাইল শেখে সে । অপেক্ষায় থাকলাম ।
আমি অনেক কিছুর অপেক্ষায় থাকলাম
আমিও এটা মিস করছি । মাশাল্লাহ অনেক কিঊট! চোখটা খুব মজার, একটা আল্লাদী সোনা, অনেক বড় হও!
মন্তব্য করুন