ইউজার লগইন

আমার যাদুমনি (১৪)

1_5.jpg
ঋহানের নতুন গাড়ি Wink

2_4.jpg
দুই ধাক্কাতেই গাড়ি ভেঙ্গে চৌচির Tongue

3_5.jpg
ঋহানঃ আমাল গালি'টা ভেঙ্গে গেল? আমাল মন খালাপ Sad

16.jpg
পাঙ্কু ঋহান Cool

4_0.JPG
বউ ঋহান Wink

5_0.JPG
কি খুশি, মাশাল্লাহ!

6.JPG
আবারো চোখ টিপ Wink

7.JPG
মোবাইলে শিলা'র নৃত্য দেখে Big smile

8.JPG
এইবার সে-ও নৃত্য করে Tongue

9.JPG
খেলা

10.JPG
ঋহানঃ এই একদম চুপ!

11.JPG
আমার ময়না, টিয়া আর টুনটুনি পাখি Big Hug

12.JPG
"শিলা কি জাওয়ানি" দেখায় মশগুল Crazy

13.JPG
Rihan: hey hey. look at me! hehehehe Smug

15_0.jpg
খেলতে খেলতে তার চাচা'র পায়ের উপরেই ঘুম! Yawn

14_0.jpg
শান্তির ঘুম! Day Dreaming

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

রাসেল আশরাফ's picture


দোস্তের চোখের কি খবর? ভালো হয়ছে?

নাজ's picture


হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। দোয়া কইরেন।

ফিরোজ শাহরিয়ার's picture


জাদু মনির জন্য স্বপ্ন দিলাম উড়িয়ে

নাজ's picture


অনেক ধন্যবাদ! Big smile

মীর's picture


চোখ টিপ দেয়ার সময় তো পুরাই বাপের মতোন লাগে। বাহ্।

নাজ's picture


চোখ টিপি

একজন মায়াবতী's picture


জাদুমনিটা যে একটা জান এইটা তো আর নতুন করে বলার কিছু নাই।
কিন্তু মোবাইলটা কার এইটা কন দেখি???? টুটুল ভাইয়ের না তো??? চোখ টিপি

নাজ's picture


না, আমার Big smile
কিন্তু কেন জিগাইলেন? Worried

একজন মায়াবতী's picture


আপ্নের হইলে ঠিকাছে। ছেলের বিনোদনের জন্য মা শিলারে মোবাইলে রাখতেই পারে। Big smile
কিন্তু টুটুল ভাই মোবাইলে শিলারে নিয়া ঘুরবো কেন? Stare

১০

নাজ's picture


টুটুল ভাই যে শিলা, মিলা, কিলা আরও কত লা'রে মোবাইলে নিয়া ঘুরে Sad

১১

তানবীরা's picture


চোখ টিপিটা দারুন Big smile

১২

নাজ's picture


দুইদিন পর না জানি কারে কারে দেয় Tongue

১৩

কামরুল হাসান রাজন's picture


Smile Smile Smile

১৪

নাজ's picture


Smile

১৫

শাপলা's picture


এরকম দুর্দান্ত সব ছবি দিলে তো বেবিটাকেই নিয়ে নিতে ইচ্ছে করছে...।

না থাক, সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই, আপনার সন্তান তার মা'র কোলে নিরাপদে থাক, থাক দুধে-ভাতে। সব সময়ের জনয় এই কামনাই রইল।

১৬

নাজ's picture


তাই-ই যেন হয়, দোয়া করবেন Smile

১৭

জ্যোতি's picture


সবগুলা ছবি সুন্দর। চোখ টিপি দেওয়া আর তিন পিচ্চির খেলাঘর জট্রিল।কালই প্রথম ঋহানেকে দেখলাম হাসতে, খেলতে, নাচানাচি করতে। তাও আবার আমার কোলে করে চলে আসতে। অন্যদিন তো খালি প্যা পু করে।

১৮

নাজ's picture


এর জন্যই বলি, যদি ঋহান'কে ফূর্তিতে দেখতে চান তাহলে সময় পেলে বাসায় চলে আসবেন। কারন এখানেই সে সবচেয়ে বেশি স্বতস্ফুর্ত থাকে Smile

১৯

মেসবাহ য়াযাদ's picture


ওরা ভাল থাকুক...

২০

নাজ's picture


আমিন!

২১

শওকত মাসুম's picture


চোখ টিপিটা কার কাছ থেকে শিখছে। বাবা না মা?

২২

নাজ's picture


মীর বলেছেন

চোখ টিপ দেয়ার সময় তো পুরাই বাপের মতোন লাগে। বাহ্।

২৩

লীনা দিলরুবা's picture


সুন্দর সব ছবি Smile

২৪

নাজ's picture


ধইন্যা আপু Smile

২৫

এ.টি.এম.মোস্তফা কামাল's picture


দেখে মন ভরে গেলো। ভালো থাকুক ঋহান।

২৬

নাজ's picture


Smile
দোয়া করবেন।

২৭

লিজা's picture


আমি এই পর্বটা মিস করছি । মামুজানের সব ছবিই আমার কাছে জটিল লাগে । মাশাল্লাহ সুন্দর পোজ দিতে পারে সে Smile । আরো বড় হলে না জানি আরো কত নতুন নতুন স্টাইল শেখে সে । অপেক্ষায় থাকলাম ।

২৮

নাজ's picture


আমি অনেক কিছুর অপেক্ষায় থাকলাম Big smile

২৯

লীনা ফেরদৌস's picture


আমিও এটা মিস করছি । মাশাল্লাহ অনেক কিঊট! চোখটা খুব মজার, একটা আল্লাদী সোনা, অনেক বড় হও!

৩০

নাজ's picture


Smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.