আমার যাদুমনি (২২)
মোদের ঈদ-উল-আজহা '১১ যেভাবে কাটলো........
পোজ দেয়া কাকে বলে ঋহান'কে জিজ্ঞেস করুন
একে বলে সিনেমা ইস্টাইলে পোজ
(ফুলের বদলে টবের এক কোনে হাত দিয়ে আর কি
তারপর পোজ দিতে দিতে এভাবে বাঁকা হয়ে যেতে হয়
আর এইটা হলো- হিরো ইস্টাইল!
অন্য দিকে ঘুরে ক্যামেরা দেখা
আমার বাবামনি'টা ♥
my angels!
বাবা, ফুপা, খালু = টুটুল
see.. how cutely they are staring
ঈদের কোলাকুলি ♥
ময়না পাখি'রা আমার!
ঋহান রিকসায় করে দাদাবাড়ি (বিক্রমপুর) এলো!
দাদাবাড়ির হাঁসের সাথে ঋহান এর কথোপকথন
চুমু দিচ্ছে ঋহান.. ummmmmah বলে
ducky টাও কি খুশি.. see
আদর করতে করতে গলায় চিপি
"বাবা চিপি দেয় না" বলার সাথে সাথে ঋহান এর প্রতিক্রিয়া
কোনটা রেখে কোনটা'র কথা বলি !!!
সবগুলাই ফাটাফাটি
মাশাল্লাহ .......
ওর হাফপ্যান্টটা আমার পছন্দ হৈসে।
এইবার নাজ আপুকে TYVVM.
নিয়মিত এই ছবিগুলা দেয়ার জন্য।
ঋহানের পোজ দেইখা ফিট খাইছি।
টুটুল ভাই এর কোলে ৩ জন পিচ্চি অনেক মানাইছে।
দুই গার্লফেন্ড পেয়ে ঋহান দেখছি মহাখুশী। ওর শিল্পসম্মত কোলাকুলি দেখে আনন্দ পেলাম।
বাবার মতো হইতাছে নাকি ?
(কমেন্টের উপরের লাইনটির সঙ্গে নিচের লাইনের কোন সম্পর্ক নাই। )
নিঃসন্দেহে মায়ের সারাক্ষণের নজরদারি আর একান্ত আদর-যত্নে বেড়ে উঠছে ঋহাণ। আমার মায়ের সময় কী এতোটা সুযোগ ছিল?
সুস্থ, সুন্দরভাবে বেড়ে উঠুক ঋহাণ এটাই কাম্য।
হেভভী হয়েছে ছবিগুলো।
দাদার বাড়ির সিরিজের অপেক্ষায় আছি
মন্তব্য করুন