ইউজার লগইন

আমার যাদুমনি (২২)

মোদের ঈদ-উল-আজহা '১১ যেভাবে কাটলো........ Smile

15.JPG
পোজ দেয়া কাকে বলে ঋহান'কে জিজ্ঞেস করুন Wink

16.JPG
একে বলে সিনেমা ইস্টাইলে পোজ
(ফুলের বদলে টবের এক কোনে হাত দিয়ে আর কি Tongue

17.JPG
তারপর পোজ দিতে দিতে এভাবে বাঁকা হয়ে যেতে হয় Wink

18.JPG
আর এইটা হলো- হিরো ইস্টাইল!
অন্য দিকে ঘুরে ক্যামেরা দেখা Tongue

1_8.jpg
আমার বাবামনি'টা ♥

4_8.jpg
my angels!

5_9.jpg
বাবা, ফুপা, খালু = টুটুল Laughing out loud

6_6.jpg

7_7.jpg
see.. how cutely they are staring Smile

8_6.jpg
ঈদের কোলাকুলি ♥

9_5.jpg
ময়না পাখি'রা আমার!

14.JPG
ঋহান রিকসায় করে দাদাবাড়ি (বিক্রমপুর) এলো!

10_0.JPG
দাদাবাড়ির হাঁসের সাথে ঋহান এর কথোপকথন Tongue

11_0.JPG
চুমু দিচ্ছে ঋহান.. ummmmmah বলে Laughing out loud
ducky টাও কি খুশি.. see Smile

12_0.JPG
আদর করতে করতে গলায় চিপি Wink

13_0.JPG
"বাবা চিপি দেয় না" বলার সাথে সাথে ঋহান এর প্রতিক্রিয়া Tongue

পোস্টটি ১১ জন ব্লগার পছন্দ করেছেন

আপন_আধার's picture


কোনটা রেখে কোনটা'র কথা বলি !!!
সবগুলাই ফাটাফাটি
মাশাল্লাহ ....... Smile

গৌতম's picture


ওর হাফপ্যান্টটা আমার পছন্দ হৈসে।

মীর's picture


এইবার নাজ আপুকে TYVVM.
নিয়মিত এই ছবিগুলা দেয়ার জন্য। Smile

জ্যোতি's picture


ঋহানের পোজ দেইখা ফিট খাইছি।
টুটুল ভাই এর কোলে ৩ জন পিচ্চি অনেক মানাইছে। Big smile

গৌতম's picture


টুটুল ভাই এর কোলে ৩ জন পিচ্চি অনেক মানাইছে। Big smile

ঈশান মাহমুদ's picture


দুই গার্লফেন্ড পেয়ে ঋহান দেখছি মহাখুশী। ওর শিল্পসম্মত কোলাকুলি দেখে আনন্দ পেলাম।

বাবার মতো হইতাছে নাকি ?

(কমেন্টের উপরের লাইনটির সঙ্গে নিচের লাইনের কোন সম্পর্ক নাই। Smile Laughing out loud Big smile )

টুটুল's picture


টিপ সই

আহমাদ আলী's picture


নিঃসন্দেহে মায়ের সারাক্ষণের নজরদারি আর একান্ত আদর-যত্নে বেড়ে উঠছে ঋহাণ। আমার মায়ের সময় কী এতোটা সুযোগ ছিল?

সুস্থ, সুন্দরভাবে বেড়ে উঠুক ঋহাণ এটাই কাম্য।

তানবীরা's picture


হেভভী হয়েছে ছবিগুলো।

দাদার বাড়ির সিরিজের অপেক্ষায় আছি Big smile

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.