আমার যাদুমনি (১৯)
ঈদের আগের দিন
কাল ঈদ, মাথায় টুপি দিতে হবে না?
দুষ্টুমি আর কাকে বলে!
ফূর্তি-১
ফূর্তি-২
গুল্টু
ঋহান আল্লাহ দেয়!
আল্লাহ দিতে দিতে চিৎপটাং
ঈদের দিন
ঈদের নামাযে যেতে প্রস্তুত ঋহান!
হ্যান্ডসাম বাবা আমার, মাশাল্লাহ!
তাই তাই তাই... মামা বাড়ি যাই!
ঋহানঃ আমারে দশ টাকার নোট দিয়া ঠকায়া দিলো
এই বেলা টেবিলের তোলায়
ঈদের পরদিন
আবারো দুষ্টুমি
মহা চিন্তিত
কি শান্ত বাবু আমার
পর মূহুর্তেই দুষ্টুমি
আমার জান পাখি'টা!
ঈদের তৃতীয় দিন
খেলা নিয়ে ব্যস্ত ঋহান!
ঋহান'কে বলা হয়েছিলো "হাসো তো বাবা"। কয়েক সেকেন্ড চুপ করে থেকে হঠাৎ এমন করে হেসে উঠলো ঋহান!
আমার দুই বাবা!
নানাভাই এর সাথে দুষ্টুমি।
আমার এক বাবা'কে দেখে আরেক বাবা'র ফূর্তি।
আল্লাহ যেন আজীবন তোকে এমনই সুস্থ, হাসি-খুশি রাখেন!
এইটারে কবে যে হাতের কাছে পামু।

একটা পাকা গোল্লা টমেটো। এর ছবি দেখে অনেক সময় পার করে দেওয়া যায়। অনেক বড় হও গো জান। অনেক আদর আর দোয়া।
ঋহান একটা সুইট বেবি।
দারুন।
ব্যাটারে এখনই তো নায়কের মতন লাগে!
সুইট কিড
দিন দিন এটা জানলেয়া হচ্ছে। সবগুলো ছবি দারুন হয়েছে, সবগুলো
দারুণস! দারুণস!
ভালো লাগল... লেইট ঈদ মোবারক মি. ঋহান!
বাসার বাচ্চা গুলাকে বেশী আদর করার সময় কামড় দিয়ে দেই। আপনার যাদুমনিকে কি একটা কামড় দেয়া যায়??
সবাইকে Thanks! দোয়া করবেন!
মন্তব্য করুন