ইউজার লগইন

আমার যাদুমনি (১৭)

আজকের সিনেমা'র নাম...... "তরকারি'র সাথে একদিন" Crazy

DSC06761.JPG
ঋহানঃ ইস! বাজারে তলি-তক্কারির যা দাম! দেখি কি কি বাজার করলো Tongue

DSC06762.JPG
ঋহানঃ ইয়েএ, অনেক তক্কারি Big smile

DSC06764.JPG
ঋহানঃ দেখি, এটা পঁচা দিয়ে দিলো না তো? Stare

DSC06772.JPG
ঋহানঃ দেখে তো মনে হচ্ছে ভালোই বাজার হয়েছে, হুমম!

DSC06769.JPG
ঋহানঃ দেখি, এইবার একটু রান্না করি! Stare

DSC06765.JPG
ঋহানঃ এত কষ্ট করে রান্না কে করবে? কাঁচা তক্কারি খাওয়া সবচেয়ে ভালো Wink

DSC06775.JPG
তক্কারির সাথে ঋহানের কথা-বার্তা Tongue

DSC06781.JPG
তক্কারির সাথে যুদ্ধ-১

DSC06782.JPG
তক্কারির সাথে যুদ্ধ-২

DSC06777.JPG
অবঃশেষে লক্ষী ছেলে'র তক্কারি গুছিয়ে রাখা! Smile

পোস্টটি ১৬ জন ব্লগার পছন্দ করেছেন

ফিরোজ শাহরিয়ার's picture


লক্ষী সোনা হইছে। শেষের ছবিটা তারি প্রামাণ দেয়।

কামরুল হাসান রাজন's picture


Smile Smile Smile

লীনা দিলরুবা's picture


জটিল সব ছবি Smile
তরকারী মুখে দিচ্ছে! সাবধান নাজ!!

একজন মায়াবতী's picture


ঋহান তো আপনার অর্ধেক কাজ করে দেয় দেখা যাচ্ছে Big smile

মীর's picture


আমার তো মনে হইতেসে ঋহানই সব কাজ করে Big smile

গৌতম's picture


বাহ!

ঋহানই তো সব কাজ করে দেখছি! আপনারা তাহলে কী করেন?

হাসান রায়হান's picture


ছবি তুলে Smile

লিজা's picture


পাকনু ঋহান Laughing out loud

সামছা আকিদা জাহান's picture


বাহ্‌ নাজ তোমার পরিকল্পনা তো ব্যাপক। ছেলেকে শেফ বানাবার জন্য এখনই ট্রেনিং দিচ্ছ।

চুলা জ্বললে ওর আশে পাশে বা নিচেও যেন না থাকে। রান্না ঘর খুব বিপদজনক। গরম তরকারী ছিটকে গায়ে মুখে পড়তে পারে। গরম হাড়িতে হাত দিতে পারে। সবচেয়ে মারাত্ত্বক চোখে মুখে গরম কিছু হঠাৎ পড়া। কারন ও এখনও তোমার হাটুর নিচে।

১০

জ্যোতি's picture


এইখানে আর বলবো না যে বেচারা বাবাকে দেখে সংসারের কাজকর্ম শিখছে। শিখতে তো হবেই। লক্ষী ছেলেরা সংসারের কাজ করে। আমাদের ঋহান তো এক্টা জান্টু গুন্টু ময়না পাখি।

১১

চাঙ্কু's picture


ভালা একখান এসিস্ট্যান্ট পাইছেন দেখি !!! Smile

১২

শওকত মাসুম's picture


ছেলেটা একা একা খেলে Stare এখনো

১৩

শাপলা's picture


হা হা হা- মাসুম ভাই বলছে, ছেলেটা একা একা খেলে এখনও?

১৪

তানবীরা's picture


পুইশাক আর চিচিঙ্গাতো খাইতে ইচ্ছে করতেছে Laughing out loud

ঋহানের কথা আর কিছু নাই বলি। শুভ জন্মদিন বাবা Smile

১৫

নাজ's picture


সবাই'কে অনেক ধন্যবাদ!
হ্যাঁ, আমার ঋহান অনেক লক্ষী হয়েছে। আমাকে কোন কাজ-ই করতে হয়না, সব ঋহান করে দেয় Smile

সবাই সবসময় নিজের প্রার্থনায় আমার ঋহান'কে মনে কইরেন!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.