আমার যাদুমনি (১৭)
আজকের সিনেমা'র নাম...... "তরকারি'র সাথে একদিন"
ঋহানঃ ইস! বাজারে তলি-তক্কারির যা দাম! দেখি কি কি বাজার করলো
ঋহানঃ ইয়েএ, অনেক তক্কারি
ঋহানঃ দেখি, এটা পঁচা দিয়ে দিলো না তো?
ঋহানঃ দেখে তো মনে হচ্ছে ভালোই বাজার হয়েছে, হুমম!
ঋহানঃ দেখি, এইবার একটু রান্না করি!
ঋহানঃ এত কষ্ট করে রান্না কে করবে? কাঁচা তক্কারি খাওয়া সবচেয়ে ভালো
তক্কারির সাথে ঋহানের কথা-বার্তা
তক্কারির সাথে যুদ্ধ-১
তক্কারির সাথে যুদ্ধ-২
অবঃশেষে লক্ষী ছেলে'র তক্কারি গুছিয়ে রাখা!
লক্ষী সোনা হইছে। শেষের ছবিটা তারি প্রামাণ দেয়।
জটিল সব ছবি
তরকারী মুখে দিচ্ছে! সাবধান নাজ!!
ঋহান তো আপনার অর্ধেক কাজ করে দেয় দেখা যাচ্ছে
আমার তো মনে হইতেসে ঋহানই সব কাজ করে
বাহ!
ঋহানই তো সব কাজ করে দেখছি! আপনারা তাহলে কী করেন?
ছবি তুলে
পাকনু ঋহান
।
বাহ্ নাজ তোমার পরিকল্পনা তো ব্যাপক। ছেলেকে শেফ বানাবার জন্য এখনই ট্রেনিং দিচ্ছ।
চুলা জ্বললে ওর আশে পাশে বা নিচেও যেন না থাকে। রান্না ঘর খুব বিপদজনক। গরম তরকারী ছিটকে গায়ে মুখে পড়তে পারে। গরম হাড়িতে হাত দিতে পারে। সবচেয়ে মারাত্ত্বক চোখে মুখে গরম কিছু হঠাৎ পড়া। কারন ও এখনও তোমার হাটুর নিচে।
এইখানে আর বলবো না যে বেচারা বাবাকে দেখে সংসারের কাজকর্ম শিখছে। শিখতে তো হবেই। লক্ষী ছেলেরা সংসারের কাজ করে। আমাদের ঋহান তো এক্টা জান্টু গুন্টু ময়না পাখি।
ভালা একখান এসিস্ট্যান্ট পাইছেন দেখি !!!
ছেলেটা একা একা খেলে
এখনো
হা হা হা- মাসুম ভাই বলছে, ছেলেটা একা একা খেলে এখনও?
পুইশাক আর চিচিঙ্গাতো খাইতে ইচ্ছে করতেছে
ঋহানের কথা আর কিছু নাই বলি। শুভ জন্মদিন বাবা
সবাই'কে অনেক ধন্যবাদ!
হ্যাঁ, আমার ঋহান অনেক লক্ষী হয়েছে। আমাকে কোন কাজ-ই করতে হয়না, সব ঋহান করে দেয়
সবাই সবসময় নিজের প্রার্থনায় আমার ঋহান'কে মনে কইরেন!
মন্তব্য করুন