আমার যাদুমনি (২০)
ওওনেক দিন পর এলাম। কিছুই করিনা, তাও জানিনা সময় কোনদিকে দৌড়ে পালায়। আর চাকুরি শুরু করলে যে কি করবো
যাকগে। কথা কম, কাজ বেশি......।
Best Smiling ever! MashaALLAH!
গাড়ি নিয়ে রেডি!
বাবার সাথে ঋহান
আহালে!
বাক্স বন্দি ঋহান
ঋহান চশমা'র দোকানে চশমা কিনতে গেছে
ঋহানঃ ইয়েয়েয়ে... এই চশমাটায় আমাকে কি সুন্দল পন্ডিত পন্ডিত লাগছে, আমি এতাই নিবো, মাআআআআ!
চিতপটাং
মায়ের জুতা পরার চেষ্টায় সফল
DJ Rihan
হতবাক ঋহান
বল দেখে মহা খুশি
Rihan, wearing his night dress and ready to go to Bed!
এইমাত্র বসুন্ধরা সিটি থেকে একটা "ঋহান" কিনে আনলাম
বাবার T-shirt এর উপর দখল শুরু
Camera এভাবে ধরতে হয়.. বুঝলেন?
Capturing his own eyes! Can u?
পন্ডিত মশাই - ঋহান
এক বস্তা আদর।
কয় কেজি'র বস্তা?
আদর আদর আর আদর।
হতবাক ঋহানের জন্য আদর এবং ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা নাজ আপুর জন্যও।
জোশ সব ছবিগুলো
বস্তা বস্তা আদর
সুইট
মন্তব্য করুন