ইউজার লগইন

আমার যাদুমনি (১৮)

20110722_001.jpg
মাহে রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখুন! Big smile

20110722_003.jpg
ঋহান "আল্লাহ" দেয়।
(মানে সে নামাজ পড়া কে আল্লাহ দেয়া বলে) Smile

20110722_005.jpg
চুরি করে সিরিয়াল খেতে গিয়ে হাতে নাতে ধরা Tongue

20110722_009.jpg
চুরি'তে ধরা খেয়ে মুড অফ Wink

20110703_hyes eyes_061.JPG
আমাদের ঋহান Smile

20110703_hyes eyes_046.JPG
নানাভাই এর সাথে ঋহান!

20110703_hyes eyes_037.JPG
ঋহানের মন খারাপ Sad

20110703_hyes eyes_062.JPG
আল্লাহ আমার বাবামনি'টা কে সবসময় ভালো রাখুক!

পোস্টটি ১৩ জন ব্লগার পছন্দ করেছেন

একজন মায়াবতী's picture


কি জান্টুশ হইতেসে এইটা দিন দিন। মাশাল্লাহ। Love

শাপলা's picture


ইস! আপনার ছানাটাকে যতই দেখি ততই মুগ্ধ হই। কোন ছবিতে ওকে একই রকম লাগেনা। একেকটায় একেক রকম সুন্দর!!!

মাশাল্লাহ!

ঋহান কিন্তু আমাকে এ্যাড করেনি।

ওকে বলবেন, জানটাকে দেশে গেলে আমি চুরি করে আনবই, আনবই। পুত্তুলা একটা।

রাসেল আশরাফ's picture


ওর সর্দি-কাশি এখনো ভালো হয় নাই?

প্রিয়'s picture


সে বিশাল পোজ দেয়া শিখসে। হাহাহাহাহাহাহাহা।

যাযাবর's picture


মাশাল্লাহ। কী কিউট বাচ্চা। ওর বাবা মায়ের কোল আলো করে ভাল থাকুক, সুস্থ থাকুক।

তানবীরা's picture


পিছনে তিনটা দুধের বোতল আর

মাহে রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখুন!

"

ফেয়ার এনড লাভলি বেবি Wink

ভাস্কর's picture


আশা করি এই ছেলেটা খুব শীঘ্রই বাপ-মা ছাড়া অন্যদের কোলে গেলে ডরাইবো না...

বিষণ্ণ বাউন্ডুলে's picture


গালটুস পুচকা টাকে অনেক অনেক আদর আর একটু কাতুকুতু!

ঋহান বড় হয়ে অসাধারন একটা মানুষ হোক,এই দোয়াই রইলো।

রিজওয়ানা এ.আর.'s picture


Love
দিয়ে দেয়া যায়না???
নাকী চুরি করতে হইব???
আপনার পোলা এই বয়সেই সুপার ইষ্টার.......নাম্বার ওয়ান ঋহান খান!!!

১০

নাজ's picture


সবার এত এত দোয়া আর ভালোবাসা! এর-ই মাঝে বেড়ে উঠুক ঋহান।
সকলকে কোটি কোটি thanks!

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.