আমার যাদুমনি (১৮)
মাহে রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখুন!
ঋহান "আল্লাহ" দেয়।
(মানে সে নামাজ পড়া কে আল্লাহ দেয়া বলে)
চুরি করে সিরিয়াল খেতে গিয়ে হাতে নাতে ধরা
চুরি'তে ধরা খেয়ে মুড অফ
আমাদের ঋহান
নানাভাই এর সাথে ঋহান!
ঋহানের মন খারাপ
আল্লাহ আমার বাবামনি'টা কে সবসময় ভালো রাখুক!
কি জান্টুশ হইতেসে এইটা দিন দিন। মাশাল্লাহ।
ইস! আপনার ছানাটাকে যতই দেখি ততই মুগ্ধ হই। কোন ছবিতে ওকে একই রকম লাগেনা। একেকটায় একেক রকম সুন্দর!!!
মাশাল্লাহ!
ঋহান কিন্তু আমাকে এ্যাড করেনি।
ওকে বলবেন, জানটাকে দেশে গেলে আমি চুরি করে আনবই, আনবই। পুত্তুলা একটা।
ওর সর্দি-কাশি এখনো ভালো হয় নাই?
সে বিশাল পোজ দেয়া শিখসে। হাহাহাহাহাহাহাহা।
মাশাল্লাহ। কী কিউট বাচ্চা। ওর বাবা মায়ের কোল আলো করে ভাল থাকুক, সুস্থ থাকুক।
পিছনে তিনটা দুধের বোতল আর
"
ফেয়ার এনড লাভলি বেবি
আশা করি এই ছেলেটা খুব শীঘ্রই বাপ-মা ছাড়া অন্যদের কোলে গেলে ডরাইবো না...
গালটুস পুচকা টাকে অনেক অনেক আদর আর একটু কাতুকুতু!
ঋহান বড় হয়ে অসাধারন একটা মানুষ হোক,এই দোয়াই রইলো।
দিয়ে দেয়া যায়না???
নাকী চুরি করতে হইব???
আপনার পোলা এই বয়সেই সুপার ইষ্টার.......নাম্বার ওয়ান ঋহান খান!!!
সবার এত এত দোয়া আর ভালোবাসা! এর-ই মাঝে বেড়ে উঠুক ঋহান।
সকলকে কোটি কোটি thanks!
মন্তব্য করুন