বাংলাগ্যালারী ডট কম
http://www.banglagallery.com/ - এ ওয়েবসাইটটিতে রয়েছে ইতিহাস নিয়ে এক বিশাল আয়োজন। বাংলা সৃষ্টির সম্পূর্ণ ইতিহাস। আছে খ্রিস্টপূর্ব ১২০২ হতে ব্রিটিশরাজের শাসন, পাক-ভারত সৃষ্টির ইতিহাস, বাংলা ভাষার দাবিতে আন্দোলনরত একুশে ফেব্রুয়ারির বর্ণনা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, বাংলাদেশের জন্মকথা, একাত্তর পরবর্তী স্বাধীন দেশের শাসন ব্যবস্থা, ১৯৭৫-এর আগস্টের কথা।
বাংলাগ্যালারী সম্পর্কে এভাবেই লিখেছিলো দৈনিক যুগান্তর।
বাংলাগ্যালারী’র যাত্রা শুরু ১৯৯৮ সালে, যখন বাংলাদেশের মানুষ অন্তর্জালের সাথে কেবল পরিচিত হওয়া শুরু করেছে, তখন। তাওহিদ হাবিব নিজের শখের বশে এই বাংলাগ্যালারী’র যাত্রা শুরুর উদ্যোগ গ্রহন করেন।
শুরুর দিকে বাংলাগ্যালারী’তে স্থান পায় বাংলাদেশ’কে ঘিরে অনেক তথ্য, সামান্য কিছু ছবি ও গান, এবং একটি চ্যাটরুম। কিছুদিনের মাঝেই বাংলাগ্যালারী’তে পূর্নঙ্গরূপে বাংলাদেশ’কে তুলে ধরার নতুন যাত্রা শুরু হয়। এ যাত্রায় তাওহিদ হাবিবকে সহায়তা করতে যোগ দেন দেলোয়ার সাঈদ। চ্যাটরুমের পেছনে অনেক সময় চলে যায় বিধায় চ্যাটরুমটি বন্ধ করে দিয়ে ইন্টারনেট ব্যাবহারকারীদেরকে বাংলাদেশ সম্পর্কে একটা সুস্পষ্ট ধারনা দেয়া'কেই বাংলাগ্যালারী তাদের প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করে। ইতিমধ্যে বাংলাগ্যালারীতে হাজারো ছবি, গান এবং বাংলাদেশের সংস্কৃতি নিয়ে কিছু ভিডিও যোগ করা হয়। ’৭১ এর স্বাধীনতা যুদ্ধ নিয়ে কিছু দলিল যুক্ত করা হয় এই বাংলাগ্যালারীতে। খৃষ্টপূর্ব ১০০০ সাল থেকে গড়ে ওঠা বাঙ্গালী’র ইতিহাস নিয়ে তৈরী করা হয় "Meet Bangladesh" নামক সম্পূর্ন আলাদা একটি অংশ। এই বাংলাগ্যালারী বেশ কিছু বছর বাংলা গানের সর্ববৃহৎ গ্যালারী বলে গন্য হত এবং ৮,৭০০ টির ও বেশি ছবি নিয়ে এটি আজও বাংলাদেশ বিষয়ক ছবি'র সর্ববৃহৎ গ্যালারী হিসেবে গন্য হয়।
২০০৭ সালে তাওহিদ হাবিব এবং দেলোয়ার সাঈদ বাংলাগ্যালারী পরিচালনার দায়িত্ব আশরাফুল ইনসান রনি এবং শফিকুল ইসলাম টুটুল এর নিকট হস্তান্তর করেন। বড় পরিসরে কাজ করার নিমিত্তে ব্লগার মুক্তবয়ান একটা ড্রাফট ডিজাইন তৈরী করেছিলেন। কিন্তু ভলান্টিয়ারের অভাবে কাজ আগানো সম্ভব হয় নি।
"আমরা বন্ধু" র শুরু থেকেই "বাংলাগ্যালারী" নিজের জায়গা নিয়ে আমাদের সাথে অব্স্থান করছে এই ব্লগে। কিন্তু, আমরা অনেকেই এই তথ্যটা সম্পর্কে অবগত নই অথবা আমাদের জানার আগ্রহ যথেষ্ট নয়।
আসুন দেখি কিভাবে আমরা বাংলাদেশ বিষয়ক এই চমৎকার গ্যালারী’টাতে যেতে পারি।
আমরা বন্ধু’র টপবারে “মুক্তিযুদ্ধ” লেখাটির উপর কার্সর রাখলেই দেখতে পাবেন “বাংলাগ্যালারী”’র নামটি।
আসুন আমরা বাংলাদেশ’কে আরো সুন্দর ভাবে জানি। দেশের ইতিহাস আরো সুন্দর ভাবে আহরন করি, দেশের ইতিহাসকে সমৃদ্ধ করি
জানতাম, কিন্তু ক্লিকানো হয়নি। এবার দেখবো সময় করে।
থ্যান্কস পোষ্টের জন্য।
তাওহিদ হাবিব আমার ভাই
তাই নাকি? মজা তো। কারন, "দেলোয়ার সাঈদ" আমার ভাই
আমার ভাইয়া'র বন্ধু "তাওহিদ হাবিব" ভাইয়া।
যাইহোক, ভাইয়া'কে তাহলে এই ব্লগ'টা পড়তে বইলেন
বাংলাগ্যালারী আপডেট করতে কেউ আগ্রহী হলে আওয়াজ দিয়েন...
হুমম.... এইবার যদি কোন ভলান্টিয়ার পাওয়া যায়
কি করা লাগবে বল? ঘরে বসে কি সম্ভব? তাইলে আমি ভলান্টিয়ার হইতে রাজি
ঘরে বসে সম্ভব কিন্তু প্রোগ্রামিং জানা লোক লাগবে যে
আসুন আমরা বাংলাদেশ’কে আরো সুন্দর ভাবে জানি। দেশের ইতিহাস আরো সুন্দর ভাবে আহরন করি, দেশের ইতিহাসকে সমৃদ্ধ কর--- এগিয়ে চলি। ধন্যবাদ।
আপু কেমন আছেন??? ভলান্টিয়ার লাগবে নাকি? কি করতে হবে?
ভালো আছি, আলহামদুলিল্লাহ! আপনি কেমন আছেন?
সম্ভবত প্রোগ্রামিং জানা ভলান্টিয়ার লাগবে
আমি এই জানলাম।
ভালো পোষ্ট নাজ
এই ফিচারটা দেখিই নাই। লেখা পড়ে জানলাম।
ধন্যবাদ, নাজ।
মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ নাজ।
সবাই'কে ধন্যবাদ!
মন্তব্য করুন