ইউজার লগইন

শুভ জন্মদিন রন !

"রনি" অরফে “রন”- এই ছেলেটাকে এই ব্লগের কম বেশি সবার-ই চেনা’র কথা।

আজ যে নাম এর বদৌলতে আমরা এই ব্লগ দুনিয়া’য় দাপোটের সাথে চলি, এই “আমরা বন্ধু” নামটি যে ছেলেটির মাথা থেকে এসেছে, আমি তার কথা বলছি।

একসময় একটি জনপ্রিয় “ইয়াহু গ্রুপ” ছিলো এই “আমরা বন্ধু”। তখন থেকে চিনি আমি ছেলেটাকে। ও ই আমাকে নিয়ে এসেছিলো এই ‘আমরা বন্ধু” তে। গ্রুপ মডারেটর হিসেবে সর্বপ্রথম ওর কাছ থেকেই আমি মেসেঞ্জার রিকুয়েস্ট পাই। এ্যাড করি। সেই থেকে ওর সাথে কত কথা! তবে ওর সাথে কথা বলার চেয়ে ঝগড়াটাই বেশি করতাম আমি Smile। কেন জানি, ওর প্রতিটা কথা’র বিপরিত’টা করতে মন চাইতো আমার। সেই জন্য গ্রুপে যে কত উল্টা-পাল্টা মেইল করতাম আমি। কিন্তু, ছেলেটা তারপরেও আমাকে বুঝাতো। আর আমি তার পরেও ওর সাথে ঝগড়া করতাম। এভাবেই আমাদের বন্ধু হওয়া।

আমার ভালো সময় গুলো’র কথা বলতে পারিনা, তবে আমার খারাপ সময় গুলোতে আমি ওকে আমার পাশে পেয়েছি। আমাকে অনেক বকেছে আবার অনেক বুঝিয়েছে। তখন বুঝিনি। কিন্তু আজ বুঝি, আমি ভুল ছিলাম বলেই ও আমাকে বকত, শাসন করতো।

আজ ওর জন্মদিন।

শুভ জন্মদিন রন!
তুই ভালো থাকিস অনেক অনেক।

তোর বদৌলতে, তোর এই “আমরা বন্ধু” গ্রুপের বদৌলতে আমি আমার জীবনের শ্রেষ্ঠতম উপহারটি, আমার প্রিয় মানুষটাকে পেয়েছি। অথচ, আজ তোকে উপহার দেয়ার মত তেমন কিছুই নেই আমার কাছে। শুধু কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া আর কিছুই যে বলার নেই আমার।

আসলেই তোর কাছে আজীবন ঋনী হয়ে থাকবো আমি। Smile

Thank You Ron, for making me a part of aB!
Thank You aB, for giving me the very special Gift of my life!

পোস্টটি ১৮ জন ব্লগার পছন্দ করেছেন

হাসান রায়হান's picture


হেপ্পি বাড্ডে রন। খাওন কৈ? Smile

মামুন ম. আজিজ's picture


সুভ জনমদিন

মেঘ's picture


শুভ জন্মদিন রন।

সাহাদাত উদরাজী's picture


H B D! RON!

মানুষ's picture


শুভ জন্মদিন রন

এরশাদ বাদশা's picture


শুভ জন্মদিন।

দুইন্যাতে রন আর টুটুল নামের ভাগ্যবানরা যতোদিন বাইচা থাকবো, ততোদিন এই অভাগারা এই ধরনের পুস্ট পড়তে থাকবো আর দীর্ঘশ্বাস ফেলতে থাকবো।

সাঈদ's picture


কেক্কুক খাইতে ছাই।

অঃটঃ হ্যাপি বাড্ডের শুভেচ্ছা।

আপন_আধার's picture


শুভ জন্মদিন রন
বচ্ছর দুই আগে একটা পাট্টি পাইছিলাম, আর পাইলামনা Sad

মাহবুব সুমন's picture


শুভ জন্মদিন রন Smile

১০

নীড় _হারা_পাখি's picture


রনি চান্দু কই তুমি .।? দেখা নাই কেন? কই গেছো? মেসেঞ্জারে ও নাই তুমি। শুভ জন্মদিন ভাইডি।। ভাল থাকিস।।

১১

মেসবাহ য়াযাদ's picture


শুভ ভুমিষ্ঠ দিন, রণ......

১২

নুশেরা's picture


রনের কাছে আমরাবন্ধুর তুলনামূলকভাবে নবীনতর সদস্য হিসেবে অকুণ্ঠচিত্তে ঋণস্বীকার করি।
শুভ জন্মদিন রন।

১৩

রাফি's picture


শুভ জন্মদিন..........

১৪

~স্বপ্নজয়~'s picture


শুভ জম্মদিন ভাইডি Smile

১৫

অদিতি's picture


Innocent

১৬

নিঃসঙ্গতা's picture


শুভ জন্মদিন।

১৭

মুক্ত বয়ান's picture


শুভ জন্মদিন।

১৮

শওকত মাসুম's picture


আহা, দেরি হয়ে গেল। শুভ জন্মদিন রনি।

১৯

জ্যোতি's picture


দেরী হলো অনেক। তবু জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকেন। বন্ধুত্ব টিকে থাকুক।

২০

বকলম's picture


রনের একটা ফটুক দেওন যাইত। ভালা মানুষটারে একবার দেখতাম। ভার্চুয়াল জগতের ভালবাসাটুকু কিন্তু খুউব খাঁটি।

A Friend in Need
A Friend Indeed.

হ্যাপি বার্থডে রণ ভাই।

২১

টুটুল's picture


ভাইডিরে ম্যালাদিন বাদে ... ডুব দেন কৈ?

২২

বকলম's picture


টুটুল ভাইকি মোরে জিগাইলেন? আমারে যদি জিগান তো উত্তর হইল দুই সম্পাহ ধইরা মাইয়ার অসুখ তাই মন ভাল নাই, ওমরা পালনে মক্কা গেছিলাম, আজ সকালে ফিরলাম। ভাল থাইকেন।

২৩

টুটুল's picture


আপ্নাকেই বস...
বাবুটার কি অব্স্থা এখন?
মক্কাতে যাইয়া কি আমাগো লাইগ্গা দোয়া করছিলেন?

বাবুটা দ্রুত সুস্থ হোক...
ভালো থাকেন

২৪

সামছা আকিদা জাহান's picture


শুভ জন্মদিন। --- ইটস নেভের টু লেইট।

২৫

তানবীরা's picture


শুভ জন্মদিন।

নাজ, আপনার একটু লেগ পুল করি, ভাগ্যিস রনের জ্যাকেট ছিল না Wink

২৬

টুটুল's picture


আজকে কি রইন্নার জম্ম দিপস?

২৭

জেবীন's picture


শুভ জন্মদিন রন! ... Big smile
ঝাড়িটারি মারলেও পোলাটা ম্যালা ভালা! অন্নেক ভালো থাইকো ভাইটু! Smile

পোষ্টে দেখি একদম টাইম মতোন আসছি! সেইম ডেইট, সেইম উপলক্ষ আর কথায় আছে শূন্যের কোন বেইল নাই! তাই ২০১০এর জিরোর চেয়েও ২০১২র দুইয়ের মূল্যই বেশি!! Tongue

২৮

মেসবাহ য়াযাদ's picture


রনি কৈ ? কিছু খাওয়ানোর ডরে পোলাটায় পলাইছে- মনে হয় Wink
জন্মদিন ভালো কাটুক রনি

২৯

আপন_আধার's picture


পুরানা পোষ্টে নতুন কইরা জন্মদিনের শুভেচ্ছা জানাই গেলাম
পার্টি

রনি পত্তেক বছর এইদিনে পলায় দাদাভাই, এইটা নতুন কিছুনা Tongue

৩০

রাসেল আশরাফ's picture


এর আগে উনার মোবাইল গুম হয়েছিলো এই বার মনে হয় উনি গুম হয়েছেন।

শুভ জন্মদিন বস।

৩১

স্বপ্নের ফেরীওয়ালা's picture


রইন্যা কই রে? Party

বিয়া খাইতে মঞ্চায়... Smile Laughing out loud Big smile Wink Tongue Cool Crazy Glasses

~

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.