শুভ জন্মদিন রন !
"রনি" অরফে “রন”- এই ছেলেটাকে এই ব্লগের কম বেশি সবার-ই চেনা’র কথা।
আজ যে নাম এর বদৌলতে আমরা এই ব্লগ দুনিয়া’য় দাপোটের সাথে চলি, এই “আমরা বন্ধু” নামটি যে ছেলেটির মাথা থেকে এসেছে, আমি তার কথা বলছি।
একসময় একটি জনপ্রিয় “ইয়াহু গ্রুপ” ছিলো এই “আমরা বন্ধু”। তখন থেকে চিনি আমি ছেলেটাকে। ও ই আমাকে নিয়ে এসেছিলো এই ‘আমরা বন্ধু” তে। গ্রুপ মডারেটর হিসেবে সর্বপ্রথম ওর কাছ থেকেই আমি মেসেঞ্জার রিকুয়েস্ট পাই। এ্যাড করি। সেই থেকে ওর সাথে কত কথা! তবে ওর সাথে কথা বলার চেয়ে ঝগড়াটাই বেশি করতাম আমি । কেন জানি, ওর প্রতিটা কথা’র বিপরিত’টা করতে মন চাইতো আমার। সেই জন্য গ্রুপে যে কত উল্টা-পাল্টা মেইল করতাম আমি। কিন্তু, ছেলেটা তারপরেও আমাকে বুঝাতো। আর আমি তার পরেও ওর সাথে ঝগড়া করতাম। এভাবেই আমাদের বন্ধু হওয়া।
আমার ভালো সময় গুলো’র কথা বলতে পারিনা, তবে আমার খারাপ সময় গুলোতে আমি ওকে আমার পাশে পেয়েছি। আমাকে অনেক বকেছে আবার অনেক বুঝিয়েছে। তখন বুঝিনি। কিন্তু আজ বুঝি, আমি ভুল ছিলাম বলেই ও আমাকে বকত, শাসন করতো।
আজ ওর জন্মদিন।
শুভ জন্মদিন রন!
তুই ভালো থাকিস অনেক অনেক।
তোর বদৌলতে, তোর এই “আমরা বন্ধু” গ্রুপের বদৌলতে আমি আমার জীবনের শ্রেষ্ঠতম উপহারটি, আমার প্রিয় মানুষটাকে পেয়েছি। অথচ, আজ তোকে উপহার দেয়ার মত তেমন কিছুই নেই আমার কাছে। শুধু কৃতজ্ঞতা স্বীকার করা ছাড়া আর কিছুই যে বলার নেই আমার।
আসলেই তোর কাছে আজীবন ঋনী হয়ে থাকবো আমি।
Thank You Ron, for making me a part of aB!
Thank You aB, for giving me the very special Gift of my life!
হেপ্পি বাড্ডে রন। খাওন কৈ?
সুভ জনমদিন
শুভ জন্মদিন রন।
H B D! RON!
শুভ জন্মদিন রন
শুভ জন্মদিন।
দুইন্যাতে রন আর টুটুল নামের ভাগ্যবানরা যতোদিন বাইচা থাকবো, ততোদিন এই অভাগারা এই ধরনের পুস্ট পড়তে থাকবো আর দীর্ঘশ্বাস ফেলতে থাকবো।
কেক্কুক খাইতে ছাই।
অঃটঃ হ্যাপি বাড্ডের শুভেচ্ছা।
শুভ জন্মদিন রন
বচ্ছর দুই আগে একটা পাট্টি পাইছিলাম, আর পাইলামনা
শুভ জন্মদিন রন
রনি চান্দু কই তুমি .।? দেখা নাই কেন? কই গেছো? মেসেঞ্জারে ও নাই তুমি। শুভ জন্মদিন ভাইডি।। ভাল থাকিস।।
শুভ ভুমিষ্ঠ দিন, রণ......
রনের কাছে আমরাবন্ধুর তুলনামূলকভাবে নবীনতর সদস্য হিসেবে অকুণ্ঠচিত্তে ঋণস্বীকার করি।
শুভ জন্মদিন রন।
শুভ জন্মদিন..........
শুভ জম্মদিন ভাইডি
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন।
আহা, দেরি হয়ে গেল। শুভ জন্মদিন রনি।
দেরী হলো অনেক। তবু জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকেন। বন্ধুত্ব টিকে থাকুক।
রনের একটা ফটুক দেওন যাইত। ভালা মানুষটারে একবার দেখতাম। ভার্চুয়াল জগতের ভালবাসাটুকু কিন্তু খুউব খাঁটি।
হ্যাপি বার্থডে রণ ভাই।
ভাইডিরে ম্যালাদিন বাদে ... ডুব দেন কৈ?
টুটুল ভাইকি মোরে জিগাইলেন? আমারে যদি জিগান তো উত্তর হইল দুই সম্পাহ ধইরা মাইয়ার অসুখ তাই মন ভাল নাই, ওমরা পালনে মক্কা গেছিলাম, আজ সকালে ফিরলাম। ভাল থাইকেন।
আপ্নাকেই বস...
বাবুটার কি অব্স্থা এখন?
মক্কাতে যাইয়া কি আমাগো লাইগ্গা দোয়া করছিলেন?
বাবুটা দ্রুত সুস্থ হোক...
ভালো থাকেন
শুভ জন্মদিন। --- ইটস নেভের টু লেইট।
শুভ জন্মদিন।
নাজ, আপনার একটু লেগ পুল করি, ভাগ্যিস রনের জ্যাকেট ছিল না
আজকে কি রইন্নার জম্ম দিপস?
শুভ জন্মদিন রন! ...
ঝাড়িটারি মারলেও পোলাটা ম্যালা ভালা! অন্নেক ভালো থাইকো ভাইটু!
পোষ্টে দেখি একদম টাইম মতোন আসছি! সেইম ডেইট, সেইম উপলক্ষ আর কথায় আছে শূন্যের কোন বেইল নাই! তাই ২০১০এর জিরোর চেয়েও ২০১২র দুইয়ের মূল্যই বেশি!!
রনি কৈ ? কিছু খাওয়ানোর ডরে পোলাটায় পলাইছে- মনে হয়
জন্মদিন ভালো কাটুক রনি
পুরানা পোষ্টে নতুন কইরা জন্মদিনের শুভেচ্ছা জানাই গেলাম
রনি পত্তেক বছর এইদিনে পলায় দাদাভাই, এইটা নতুন কিছুনা
এর আগে উনার মোবাইল গুম হয়েছিলো এই বার মনে হয় উনি গুম হয়েছেন।
শুভ জন্মদিন বস।
রইন্যা কই রে?
বিয়া খাইতে মঞ্চায়...
~
মন্তব্য করুন