ইউজার লগইন

যদিও মা দিবস ......

আজ মা দিবস । মা'কে ভালোবাসতে দিন লাগে না তবুও একটা দিন একটু বেশী করে মা কে ভালোবাসার আইডিয়া টা খারাপ না। আজ তাই ফেসবুকে মা কে নিয়ে স্ট্যাটাসের ছড়াছড়ি, হয়তো অনেকে মা'র জন্য টুকটাক গিফট কিনবে ।

শীর্ষেন্দুর পার্থিব উপন্যাসে মা কে নিয়ে একটা লেখা পড়েছিলাম -মানুষ যখন ভয় পায়, যখন বিপদে পড়ে, যখন মনে হয় একা , তখন ভয়ার্ত শিশুর মত মা'কেই আকড়ে ধরে। " আসলেই মা'র প্রতি অনুভূতিই এমন । পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়।

মা'কে নিয়ে কিছু লিখতে পারিনা, আজও মা'কে নিয়ে লিখবো না। যদিও আজ মা দিবস, কিন্তু আমি লিখতে বসেছি আমার বড় বোন কে নিয়ে।

৩ বছরের ব্যবধানে বাবা - মা যখন মারা গেল, বড় বোন আবির্ভুত হল মা -বাবা তথা অভিভাবক এর ভূমিকায়। তখন সে মাত্র এস এস সি পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হয়েছে। আর আমি সপ্তম শ্রেনীর ছাত্র।

তীব্র অভাবের মধ্যে দেখেছি তাঁকে নিজে না খেয়ে আমাদের খাইয়েছে। গুনে গুনে টাকা দিয়েছে বাজারের জন্য।

পড়ালেখা নিয়ে শাষন করেছে অভিভাবক এর মতন , আবার ঈদের আগের দিন রাত্রে একসাথে কেঁদেছি সব ভাইবোন মিলে , বাবা মা ছাড়া ঈদ পালনের কষ্টে।

একটা সময় ছিল , যখন ২ ঈদ ছাড়া মুরগি খাওয়া সম্ভব ছিলো না, তখন দেখেছি ঈদের দিন আমাদের পাতে মাংস তুলে দিয়ে নিজে হাড় চিবিয়ে খেত আর আমাদের স্বান্তনা দিত - "মাংস ভালো লাগে না খেতে। "

ঈদের ৩/৪ মাস আগে থেকে সংসার খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখতো আমাদের ঈদের কাপড় কিনে দেবার জন্য, নিজের কিছুই কেনার চিন্তা করতো না ঈদে। ঐটুকুন বয়সে, এইস এস সি বা ডিগ্রী পড়ার সময় থেকেই নিজের নতুন কাপড়ের ইচ্ছা কে দমিয়ে রাখতে পেরেছে সে।

আমাদের ছোট বোন , সে মা - বাবা কি বুঝেই নাই, সে মা'র আদর বলতে বুঝে এই বোনের কাছ থেকে পাওয়া আদরটুকু।

বড় বোন, বিয়ের পরেও রয়ে গিয়েছিল আমাদের সাথে ১০ বছর, আমাদের বড় না হওয়া পর্যন্ত। ছোট বোন কে বিয়ে দিয়ে নিজের সংসার গুছায়েছে পরে।

আজ যদিও মা দিবস, কিন্তু আমি মা কে নিয়ে লিখছি না, লিখছি আমার বোন কে নিয়ে।

যে না থাকলে, আজকের আমি আর আমি হতাম না।

পোস্টটি ২৪ জন ব্লগার পছন্দ করেছেন

লিজা's picture


সেই আপাকে অজস্র ভালোবাসা আর শ্রদ্ধা জানাই । এরকম আমি শুধু উপন্যাস আর সিনেমাতেই দেখেছি । আর দেখেছি মা বাবা মারা যাবার পর কিভাবে সংসার তছনছ হয়ে যায় ।
খুব ভালো লাগলো আপনার বোনের কথা জেনে ।

সাঈদ's picture


ধন্যবাদ ।
না , সংসার তছনছ হয়নি, সেটা আমার বোনের দৃঢ়তার জন্যই।

উলটচন্ডাল's picture


ভালো লাগলো এমন চমৎকার একটা লেখা পড়ে।

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

জ্যোতি's picture


দিলেন তো মনটা খারাপ করে। মায়ের মত এমন আপুকে স্যালুট।বিনম্র শ্রদ্ধা বড় আপুর জন্য।

সাঈদ's picture


অসংখ্য ধন্যবাদ ।

আপনার মা'র অবস্থা কেমন ?

রাসেল আশরাফ's picture


আপাকে অজস্র ভালোবাসা আর শ্রদ্ধা জানাই।

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

হাসান রায়হান's picture


আপার জন্য শত সালাম। বড় বোনেরা এমনই হয়। একবার বিবিসি বাংলায় এক গার্মেন্টস কর্মীর সাক্ষাৎকার শুনছিলাম। চাকরি করে মা ভাই বোনদের দেখে। তাই বিয়ে করে নাই। তার জন্য আফসোস নাই, কিন্তু ছোট ভাইবোনদের ঠিকমত জিনিসপত্র কিনে দিতে না পারার দুঃখে কেঁদে দিয়েছিল। চোখে পানি এসে গিয়েছিল শুনতে।

১০

সাঈদ's picture


তার কথা শুনে আমারো মন খারাপ হয়ে গেল।

আসলে , বোনেরা , ভাই - বোনদের জন্য যা করে, ভাইরা তা করেনা , আবার অনেক ভাই ভাই জমি নিয়ে মারামারিও করে।

১১

বিষাক্ত মানুষ's picture


আপনার আপাকে শ্রদ্ধা।

১২

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

১৩

একজন মায়াবতী's picture


Sad

আপুকে সালাম।

১৪

সাঈদ's picture


সালাম পৌছে দিব।

১৫

টুটুল's picture


শ্রদ্ধা জানাই এইসব মহীয়সী মানুষদের
আপাকে সালাম..

১৬

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

১৭

শওকত মাসুম's picture


আপাকে সালাম।

১৮

সাঈদ's picture


ধন্যবাদ, আপাকে সালাম পৌছে দিব।

১৯

নাজ's picture


লেখাটা পড়তে পড়তে কখন যে চোখের কোণে পানি জমে গেলো, টেরই পাইনি!

২০

সাঈদ's picture


এসব নিয়েই জীবন ।

২১

তানবীরা's picture


শ্রদ্ধা জানাই এইসব মহীয়সী মানুষদের
আপাকে সালাম..

২২

সাঈদ's picture


ধন্যবাদ ।
টুটুলের কমেন্ট কপি মারছেন কেন ???? Crazy

২৩

তানবীরা's picture


আমি কপি মারলে আপ্নের সমস্যা কি Crazy Crazy Crazy

২৪

সাঈদ's picture


আপনি কপি কেনু করবেন ???

২৫

মীর's picture


সেই আপাকে অজস্র ভালোবাসা আর শ্রদ্ধা জানাই। দারুণ লেখা সাঈদ ভাই।

২৬

সাঈদ's picture


ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ।

২৭

কামরুল হাসান রাজন's picture


খুব ভাল লাগল লেখাটা পড়ে। আপনার বোনকে সশ্রদ্ধ সালাম

২৮

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

২৯

অতিথি's picture


উনারা এমনই মহৎ হোন। আমার বাবাও এরকম তার দুই ছোট ভাইকে কোলে পিঠে মানুষ করেছেন। তারা ভুলে যাওয়ার প্রক্রিয়ায় আছে। আপনি ভুলেন নাই আপনাকে সাধুবাদ!!

৩০

সাঈদ's picture


ধন্যবাদ ভাই।

৩১

লীনা ফেরদৌস's picture


সাঈদ কিচ্ছু বলার ভাষা নাই, চোখে পানি এসে গেল পড়ে,

এমন বোনকেই মা দিবসে ভালাবাসা আর শ্রদ্ধা জানানো উচিত। My salute to your sister!

৩২

সাঈদ's picture


ধন্যবাদ আপু । Smile

৩৩

বিষণ্ণ বাউন্ডুলে's picture


আপু কে স্যালুট।

৩৪

আনন্দবাবু's picture


আপুর তুলনা শুধু আপুই। আমি এরকম আরেকজন মানুষও দেখি নি। আর একজনকেও না।

৩৫

সাঈদ's picture


টিপ সই

৩৬

পল্লব's picture


ভালোবাসি মা কে--তাই বলে আপুকেও কাটো করে দেখছি নে। ছড়িয়ে যাক এমন ভালোবাসা অন্তর থেকে অন্তরে---

মন্তব্য করুন

(আপনার প্রদান কৃত তথ্য কখনোই প্রকাশ করা হবেনা অথবা অন্য কোন মাধ্যমে শেয়ার করা হবেনা।)
ইমোটিকন
:):D:bigsmile:;):p:O:|:(:~:((8):steve:J):glasses::party::love:
  • Web page addresses and e-mail addresses turn into links automatically.
  • Allowed HTML tags: <a> <em> <strong> <cite> <code> <ul> <ol> <li> <dl> <dt> <dd> <img> <b> <u> <i> <br /> <p> <blockquote>
  • Lines and paragraphs break automatically.
  • Textual smileys will be replaced with graphical ones.

পোস্ট সাজাতে বাড়তি সুবিধাদি - ফর্মেটিং অপশন।

CAPTCHA
This question is for testing whether you are a human visitor and to prevent automated spam submissions.

বন্ধুর কথা

সাঈদ's picture

নিজের সম্পর্কে

আমি হয়তো মানুষ নই, মানুষগুলো অন্যরকম,
হাঁটতে পারে, বসতে পারে, এ-ঘর থেকে ও-ঘরে যায়,
মানুষগুলো অন্যরকম, সাপে কাটলে দৌড়ে পালায়।

আমি হয়তো মানুষ নই, সারাটা দিন দাঁড়িয়ে থাকি,
গাছের মত দাঁড়িয়ে থাকি।
সাপে কাটলে টের পাই না, সিনেমা দেখে গান গাই না,
অনেকদিন বরফমাখা জল খাই না।
কী করে তাও বেঁচে আছি আমার মতো। অবাক লাগে।