আমার পংক্তিমালা ১
ফেসবুকে নানান সময়ে নানান মনের কথা স্ট্যাটাসে দিয়েছিলাম। কিছু গানের লাইন, কিংবা কবিতা কিংবা কবিতার ২ লাইন কিংবা নিজের মনের ভিতর থেকে উঠে আসা কিছু পংক্তি ।
মনের ভিতর থেকে আসা সেই পংক্তিগুলোই আজ একসাথে এই পোষ্টে শেয়ার করা ।
১
আমার পাশবিকতা গ্রাস করছে আমাকে ক্রমশঃ ......
২
একটাই জীবন। তবু টেনে নিয়ে যেতে এত কষ্ট !!!!
জীবনের ভার বড্ড বেশী ।
৩
স্বপ্নের খাতায় ধূলো পড়েছে ... পৃষ্ঠা গুলো মলিন , অক্ষর গুলো অস্পষ্ট এখন
৪
জীবন যাপন সহজ করতে গিয়ে আমরা বেঁচে থাকাটাই কঠিন করে তুলছি ।
৫
এ জীবন আমার নয় ......
৬
খন্ডিত ভালোবাসায় পরিপূর্ন আবেগ , সম্পূর্ন মানুষটার আংশিক ছায়া
৭
এই কোলাহলের মাঝেও নিঃশব্দ , সকলের মাঝেও একাকী।
৮
চৌরাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছি। চারটি পথই খোলা তবু পালাবার জন্য পঞ্চম রাস্তা খুঁজি ফিরি ।
৯
হায় জীবন ! হায় জীবন !! হায় বেঁচে থাকা !!!
১০
ব্যাথাতুর মুক্ত, চিন্তামগ্ন স্বাধীন
১১
আমি কী পথ হারাইয়াছি নাকি পথ আমারে হারেয়ে ফেলিছে ?
১২
মনটা বৈশাখের দুপুরের মত প্রানহীন, শুস্ক। পথের মত বালুকাময়।
১৩
জীবনটা পাহাড়ী পথের মত ... কখনও নিচে নেমে যায়, কখনো উচু তে উঠে যায়, পদে পদে বাঁক কখন কোনদিকে যে বাঁক নিবে , কেউ জানিনা। এক পাশে উচু পাহাড় আরেক পাশে বিশাল খাঁদ... দুইটার মাঝামাঝি বয়ে চলে... এদিক সেদিক হলেই পড়তে হবে
১৪
বেঁচে থাকাটা মরা গাঙের মত, জোয়ার ভাটা নেই, বদ্ধ পানিতে চর জেগেছে, কোনায় কোনায়, কুকুরের কান্নার আওয়াজ শোনা যায় যেখানে প্রতিরাতে ।
১৫
আমাবস্যার রাত্রিতে নিকষ অন্ধকারে আমার ঘর জুড়ে পায়চারী করে এক নারী ... নিক্কনের ছন্দে আতরের গন্ধে আমায় ঘুম থেকে ডেকে তুলে ... রেশমী চুড়িতে আবদ্ধ দুইটি বাহু বাড়িয়ে আমায় কাছে ডাকে... নিষিদ্ধ উৎসবে মেতে উঠি আমি , চুম্বন পরিয়ে দেই কষ্টের ঠোটে ... আলিঙ্গন করি নিঃসঙ্গতায় তার উষ্ণতা... একাকীত্বের বুকের মাঝে মাথা গুজে ... অন্ধকারে হারানো পথে ...
১৬
পরিধি বিহীন বৃত্ত এঁকে চলেছি আমার মনের মাঝে
১৭
ঘুন ধরেছে চিন্তায় , ঘুন ধরেছে আমার অনুভূতি গুলোতে। ঘুন ধরেছে বেঁচে থাকায় , আমার জীবনের পরতে পরতে ...............।
১৮
গোধূলির আলো এখন ঢেকে যায় সোডিয়াম বাতির ম্লান আলোয়, আর নিয়নের আলোয় মুখ লুখায় চাঁদ, ব্যস্ত মানুষের বাড়ী ফেরার স্বপ্ন নিয়ে প্রতীক্ষায় থাকে রাত।
১৯
ঘর জুড়ে ভেসে বেড়ায় গানের সুরমুর্চ্ছনা , একের পর একে বেঁজে চলে স্বপ্ন দেখার গান।
২০
মেঘে মেঘে ঘনালো সন্ধ্যা , একাকী চাঁদ কাঁদিছে গগণে , অশ্রু হয়ে ঝরছে জোৎস্না আমার বারান্দায়।
২১
মন তোমায় দিলাম আজকে ছুটি ।
২২
একটা মানুষ জীবনের ভার কতখানিক নিতে পারে ????
দারুন ।একটা আর এটাকে ছাড়িয়ে।
অসংখ্য ধন্যবাদ ।
নিদারুন...
ধন্যবাদ ।
এটা থাকা উচিত ছিলো এই লিস্টেঃ
এইটা পরের পোষ্টে দিতে চেয়েছিলাম।
খেয়াল রাখার জন্য থ্যাঙ্ক্যু
প্রায় সবগুলোই মনের হতাশাজনক অবস্থার বর্ণনাকারী স্ট্যাটাস! চিয়ারআপ ম্যান! শৈত্যপ্রবাহ বেশিদিন থাকে না।
কি করবো বলেন , মন ভালো থাকা একটা "বিচ্ছিন্ন ঘটনা" মাত্র।
দারুন ।
ধন্যবাদ ।
সাঈদের বানী চিরন্তনী ভালো লাগলো।
বস একবার একটা গল্প লিখতে দিয়েছিলেন না আমাদের? আবার এরকম একটা কিছু শুরু হোক, মজা ছিল সেটা। আমরা সবাই ব্লগে আমাদের ভাবনাটা লিখে যাবো
থ্যাঙ্কু ।
হুম, আসলেই এরকম একটা গল্পাড্ডা করা দরকার। অনেকদিন ধরে এরকম মজমা বসে না ।
একজন একটা গল্প শুরু করে দিবে তারপর পরের জন নিজের মতো করে পরের পর্ব দিবে, এভাবে চলতে থাকবে, এমন কিছু কি?
করা যায়?? মজা হতো
হুম , এরকম একটা আসর হয়েছিল - আমার ব্লগে দেখেন - আষাঢ়ে গপ্পো নামে ।
সাঈদের বানী চিরন্তনী ভালো লাগলো
সিকুয়েলের আশায় থাকলুম।
অপেক্ষায় থাকুন । কিন্তু কবে আসবে বলতে পারছিনে ভাই ।
সবই তো মন খারাপের কথাবার্তা
জ্বী ভাই। কেন জানি আমার মন সব সময় খারাপ থাকে ।
হাহা সাঈদ ভাই, আমি আপনের মত স্ট্যাটাস দিতে পারি না বলে কখনো কোনো স্ট্যাটাসই দিই না।
আষাঢ়ে গপ্পো আবার চালু করেন। আমরা সবাই হই-চই লাগায় দিই।
আপনার ফেসবুক আছে , তাইতো জানতাম ণা।
আষাঢ় মাস আসুক, আবার শুরু করুম্নে সবাই মিল্যা আষাঢ়ে গপ্পো।
মন্তব্য করুন