এলো বুঝি পৌষ মাঘের পালা, হালা, এইবার পিকনিকের ঠ্যালা সামলা !!!
হেডিং দেখে কেউ মাইন্ডাইয়েন্না ,
পিকনিক নিয়া ২ ছত্র লেখার চেষ্টা করছিলাম আর কি !!!
দেখতে দেখতে আরেক টা শীতকাল চলে এল। গত শীতে এবি থেইকা পিকনিকে গিয়া যে মজমা , যে ফূর্তি করছে সেটা মনে উঠলেই এখন পিকনিক করতে মঞ্চায় শুধু।
সক্কাল সক্কাল বের হইলাম, বাসে চড়লাম, কিছুদূর গিয়া টায়ার ফাটলো ( টায়ারের উপর জয়িতা বইছিল বলেই নাকি টায়ার ফাটছিল, লোকমুখে শুনি)। মেসবাহ ভাই আমাদের নিয়া গেল সেইইই গাজীপুরের ভিতরে কোন এক বনে। এর থেইকা সুন্দরবন আরো কাছে মনে হয়!!! একদম সকাল ১২ টার সময় পৌছলাম সেখানে। পাশে ছিল পদ্মা নদীর লেক। সেখানে নৌকায় চড়লো বালকেরা, বালিকারা বৈঠা বাইলো। কেউ কেউ নদীর লেকের পাড়ে বাঁশী বাজাইলো কেউবা উদাস হয়ে দেখলো বউ পাশে নিয়ে। ব্যাচেলর ছেলেরা নারীদের হাসি দেখে গলে গলে পড়লো, ক্লিক ক্লিক করে ছবি তুলতে লাগলো।
আর আমাদের জনদরদী মেসবাহ ভাই পুরো সময় জুড়েই ব্যস্ত ছিল ম্যানেজমেন্টের কাজে। মেসবাহ ভাই ছাড়া যে এরকম সুন্দর পিকনিক সম্ভব না – আমরা বুঝলাম। সেদিন থেকেই মেসবাহ ভাই সর্বসম্মতক্রমে আমাদের লিডার হিসেবে মনোনিত হয়ে গেল। সবাই এক বাক্যে বললো – এর পর যত পিকনিক হবে – সবই মেসবাহ ভাইয়ের নেতৃত্বে। মেসবাহ ভাই হাসিমুখে মেনে নিল ছোট ভাইদের এই আবদার, এই প্রান নিংড়ানো ভালোবাসা।
পোলাও, মাংস, রোস্ট, সবজি আসার সময় আবার পিঠা !!!
আসার সময় বিষাক্ত মানুষের গলায় সুমধুর গান চলতে লাগলো যেন এফ এম রেডিওর মত। বিষাক্ত মানুষের গলার গান যদি এত সুদর হয় তো মিষ্টি মানুষের গলার গান কেমন হবে ? সেই আশা পূরন করলো মিষ্টি গলার গানে আইরিন ।
আহ!! কি মধুর স্মৃতি।
তাইতো আবার পিকনিক পিকনিক কইরা জেবিন আর জয়িতার চোখে ঘুম নাই।
আমিও ভাবলাম, আর রেহাই নাই, পিকনিকে যাইতাম চাই,
আবারো সুন্দরীদের ছবি তুলতে চাই।
এক বছরে কে কতটুকু সুন্দরী হলো ছবিতে দেখতে চাই।
টুটুল বললো, ডিসেম্বরের ২৪ তারিখে হলে ভালো হয় ভাই।
কিন্তু ভেন্যু কোথায় পাই ?
যদি রাজি হন সবাই, ২৪/১২ তারিখ লন পিকনিকে যাই।
ভেন্যু কোথাও না কোথাও হবে স্থির,
তার আগে কে কে যাবো করি মনস্থির।
মনস্থির করলাম (কিন্তু) যেতে পারবনা
আহারে, আপনে দেখি আভেগের চোটে ইমোশনাল হৈয়া গেলেন!!
যাই লিখছে, দু'দুবার করে লিখেছেন দেখি!!
যাউক গা, আড্ডা শুরু হোক-----প্রি পিকনিক আড্ডা----আমি আইজকা বেগম হাসিনা, ভিত্তি প্রস্তর উদ্বোধন কৈরা দিলাম!
বিলাই তুমি কেম্নে বেগম হাসিনা হইলা?

এই জন্যই ওয়ার্ডে লিখতে চাইনা । ২ বার হয়ে যায়।
আপনার ট্যাগ দেখে টাস্কি! খুশিতে মনে হয় আটখানা! যামু তবে একা এবার ওয়াইফ নিয়া না।
পোষ্ট খানা লটকানোর আবেদন জানিয়ে গেলাম। এ পোষ্ট নিয়ে ভাল পেচ্ছাপেচ্ছি হবে মনে হচ্ছে।
গতবার খুব মার্ছিলো?
গুরু কি আমারে কিছু কইছেন! না সাইদ ভাইরে!!
আপনারেই কইছে। এখন উত্তর দেন।
কেডা মারছিলো আমাগো কাকারে?কাকী না নিশ্চয়??
কারন সেদিন না দেখলাম কাকারে কত আদর কইরা কাকী সাইজ করতেছে।

মামুন ভাই দেশ থেকে ঘুরে যাওয়ার পর দেখি ব্লগেও এর আছর পড়ছে সব ডাবল ডাবল।যারে কয় এক্কেবারে জ়োড়ায় জোড়ায়।
আপনাদের পিকনিকে নিকনিক এবার দুইগুন হোক এই কামনা রইলো।
সাঈদ সাহেব, "এলো" করেন। শিরোনামে ভুল দেখতে ভালো লাগে না
মনস্থির ...
পোস্টটা ভালো লাগলো। সপরিবারে যাওয়ার ইচ্ছে থাকলো, যদি সুযোগ হয়...।
সপরিবারে ! আপত্তি নাই। এট্টু কষ্ট কৈরা উদরাজীর কাছ থেকে ছবক লৈয়া লৈয়েন...

মনে হইতাছে কোন ঘটনা আছে! মেসবাহ ভাই বলেন তো!

মেসবাহ, উদরাজীর বিড়ম্বনার গল্প আমি অল্প অল্প জানি, তা পরেও রিক্স নিতাম চাই...।
রিস্ক নিয়া ফালান, আমরা তো আছিইইইইই
একটা শিশু সুলভ প্রস্তাব ছিল আমার...
এইবার পিকনিকে অংশগ্রহণকারী কেউ বউ/জামাই না নিয়া বান্ধবী/বন্ধু নিয়া যাইতে পারেন। এতে রাগারাগি, অভিমান, বাসায় গিয়া মারামারি এইসব হওনের সম্ভাবনা থাকলো না।
সবার মঙ্গল হোক। পিকনিক আনন্দময় হোক...
আমি আপনার পাঙ্খারে বুক(?) করলাম।
মেসবাহ ভাইয়ের পাংখারে দেখতে চাই।
একটা ছবি দেন।
পিলিজ লাগে।
এই নেন

মেসবাহ ভাই এর কি নূরাণী(?) দৃষ্টি পাংখার দিকে! রায়হান ভাই থাকলে কিছু কইতো।
এর নাম চোখ দিয়া ..........
পাংখা মাটিতে গড়াগড়ি খায় কার দুঃখে?????
মেসবাহ ভাইয়ের কাছ থেকে তার চরণধুলি আনা লাগবেই দেখছি।

মেসবাহ চোখের দৃষ্টিটা খালি দেখেন
দেখছি।কেও কারো চাইতে কম না।আপনে তো আবার আন্তর্জাতিক মানের।
আপনার চরণধুলি বুক দিলাম।ফেব্রুয়ারীতে এসে নিবো।

রাসেল রে ঝা ঝা
আমি আবার কী করলাম?
আপনে সুফি। তজবী গুণেণ দেখছিলাম কবে জানি। ইয়ে কার নাম জপেন?
কি করছেন?????
দেখেন

শওকত ভাইয়ের হাতের পজিশন টা খুজতাছি
শসমা লাগান সাঈদ ভাই।

তার হাতের পজিশনও খুইজেন
চেরি ঘুরঘুর করলে আমি কি করুম?
হ তাইতো।

হাজার হইলেও চেরী হচ্ছে খুব মজার ফল।
মজা বুঝতে হাজার চেরি খাইতে হবে?
মজা বুঝতে একটা মুখ দিয়ে খাইলেই চলবে আর ৯৯৯টা মেজবাহ ভাইয়ের মতো চোখ দিয়ে বা আপনার মতো হাত দিয়ে খাইলে হবে।
এই চেরির তো ডেট এক্সপায়ার্ড, চইলতো না
ধার্মিক ফটু। মাসুম ভাই এর গলায় তসবি।
মাসুম ভাই আর চেরি(!!!)'র পিছনের মাইয়াডা এমন লম্বা???!!!
আরে গাধা ভাতিজা পাংখা মাটিতে গড়াগড়ি খায় না। কি আর কমু? থাক।
আম্রার ভাতিজারে গাধা কইলেন ???
পুরাপুরি কই নাই। কইতে চাইছলাম। এই ফটু দেইখা যে কয় মাটিতে গড়াগড়ি খায় কিনা তারে গাধা কইলে গাধা জাতির সম্মান থাকে না।
গাধা যখন কইয়া ফেলায়ছেন তা আর বাদ রাখবেন ক্যান মাটিতে গড়াগড়ি না খাইয়া কই খায়তেছে????
পাংখার চুলে মাটি মুটি লাইগা রইছে তাই মনে করছিলাম মাটিতে গড়াগড়ি খায়তেছে।
উল্লুক কয় কি?

গাধা,উল্লুক এইগুলা কি কয়তেছেন ফুপি।
ঢাকা চিড়িয়াখানা থেকে ছাড়া পাইছেন কবে?এখনো পুরান বন্ধুদের কথা ভুলতে পারেন নাই।আফসুস।

আফসুস। নিজে না বুঝলে অন্যের ঘাড়েই দোষ দেয় মানুষ।
মেজবাহ ভাইয়ের এডা পাঙ্খা কি ফেসবুকে?
ফ্রেন্ড সাজেশন কি সবার জন্য উন্মুক্ত না?
ফেসবুকে তুমি এড কইরো না। আরো বড় হও তারপরে। তার এসব মাটিতে গড়াগড়ি (?) ফটু শুধু মেসবাহ ভাই দেখপে।
লুপে ফেলে দিবা তো, পাঙ্খা না দেখলে বড় হৈতে পারবোনা, আবার বড় না হৈলে পাঙ্খা দেখতে পারবো না---
তার চাইতে দেখে শুনে সয়ে সয়ে বড় হওয়া ভালো!
এই যে লন পাংখা দেখেন @ শাওন ভাই, রাসেল ভাই
মীর পুলাডা আসলেই জিনিস।খালি আফসুস বুরকা পইড়া থাকে এই জন্য।
মীর কি পিকনিকে যাবেন?
মীরের দেওয়া পোস্ট এই ছবিটাই বেশি ভাল, দর্শনীয়

আমিও আসলে এডাই ভুটাইতাম, এডাতে ২০১০ লেখা কি সুন্দর আসছে।
হ, ছবি দেইখা মনে পড়লো, পিকনিকে শীত পড়বে। সোয়েটার নিতে হবে। রং লাল হইলে ভাল হয়।
সোয়েটার বা কার্ডিগান, যার যেডা সুবিধা আরকি।
চেরির সাথের ফুটুকটায় আমার মাফলারটাও কিন্তু লাল
এইবার জাতীয় রঙ তাইলে লাল।
জামার রং ঠিক কইরা দেন।সাদা কালো হলে ভালো হয়।লালের সাথে ম্যাচিং ভালো হবে।
ছেলেদের গলায় চেইন আর লকেট না হলেও চইলবে।
তয় মীরের কিন্তু যাইতেই হপে পিকনকে না হলে দোররা মারা হপে
শেষ দৃশ্যে আমিও হাজির
স্বাগতম। পিকনিকে চলে আসেন তাতাপু।
কাটা ঘায়ে সালফিউরিক এসিড ঢালতে খুব ভালো লাগে না।

কি যাতনা বিষে বুঝিবে সে কিসে।.....................
উনি যাবেন... তয় আগামী জুলাইয়ে!!!

উনার সম্মানে আমরা তখন আরেকটা পিকনিক করবোনে!!!
হ , তখন আমরা নৌ ভ্রমনে যাবো । কিন্তু তাতাপু দেখা যাবে ঢাকায় এসে হাওয়া , না ব্লগে না ফেসবুকে না কোথাও।
তখনতো লাইভ থাকি, অন্তর্জালের দরকার কি?
তুই চক্ষু থাকতে দেখলি নারে জগৎ রঙিলা
আরে পাশের রুমের সাথে এখন আন্তর্জালের মাধ্যমে যোগাযোগ হয় আর .।।।
অধমরে মনে করার লিগা সাঈদ ভাই, জয়িতা'পি দুইজনরেই ইস্পিশাল ধইন্যা। ডিসেম্বরের শেষ সপ্তাহে নিয়মিত পারিবারিক ট্যূরের পরিকল্পনা আছে। তাই...
টালবাহান করলে খপর আছে কইলাম

খুক খুক
কাশি দিয়া কি নাম লিখাইলেন ???
সুইট 'পাঙ্খা' ।এই 'পাঙ্খা'র খবর মনুভাবী জানেতো মেসবাহ?
মঙ্গল হোক আবার কি? আপনি তো সব। ভেন্যু কই হবে, কিভাবে আয়োজন হবে ....আপনি ঠিক করেন। আমরা সবাই সাথে আছি।
মাসুম ভাই ও আছে, আপনার পাংখার জন্য, আপনি ব্যস্ত থাকবেন তো তাই। দুলাভাই আসলে লুক ভালো দেখতাছি।
জয়িতা পাঙ্খা না থাকলে তুমি...............? আসো পেচ্ছাপেচ্ছি করি
মেসবাহ ভাই এর পাংখা না থাকলে আমি আপনার পাংখারে আনার ব্যবস্থা করমু এইটা কইতে চাইলেন?সেই ব্যবস্থাও মেসবাহ ভাই করপে। সকল দায়িত্ব উনার।
মেসবাহ ভাই তো আছেই। তাই বলে কি পেচ্ছাপেচ্ছি করা নিষেধ?
মেসোবাহ ভাই ভালু লুক তয় মাঝে মাঝে ঐ পেয়াজ খায় আর কি , কিন্তু এইটা নিয়া কিছু বলা যাইবো না ( পিকনিক পর্যন্ত) আফটার অল উনি আমাদের টীম লিডার।
পেচ্ছাপেচ্ছি কি জিনিস মাসুম ভাই?
আসো দেখাই।
খিচুড়ি খাইতে ডাকলেন?পার্টি বাকি আছে তো।
মেসবাহ ভাই, আপনিই তো আমাদের টিম লিডার। যেমন কইবেন তেমনই হবে।
আপনি চাইলে ভাবী সহ বান্ধবী কে নিতে পারেন, আমরা কিচ্ছু কমুনা।
আমার নামে অপবাদ দেন কেন?
আপনার নামে মামলা কইরা আপনেরে বাড়ি ছাড়া করন লাগবো।
মিছা কিছু কইছি ? টায়ার কি ফাটে নাই সেদিন ???
ভাই বোনেরা, কারো যদি কোন পিকনিক স্পট পরিচিত থাকে তাইলে যোগাযোগ করে জানায়েন। সস্তা বা মাগনার মধ্যে হলে ভালো। বাড়তি খরচ টা বেঁচে যায়।
হ, যাদের বউ আছে, তারাই আবার বান্ধবী নিয়া ইয়ে আরকি------
যাদের বউ নাই, তারা কি ঢেউটিন নাকি?
বিলাই, তুমি তারে নিয়া যাইও। আবার বিজি থাইকো না।
আমি আবার কারে নিয়া যাবো?

তুমি তো নিটে পারবানা, আম্রিকা থেইকা?
কারে নিবা আবার? যারে নিয়া আড্ডায় আসতে বললেই বিজি থাকো!
তুমগো আর কত কমু যে ওবামারে আমি তেমন লাইক করি না।
থাক, ওবামা ক্লিনটন কৈয়া আর কথা ঘুরাইতে হবোনা, আমরা সব জানি!
এইখানে বিবাহিত বড় ভাইরা যাবে, সেইখানে কাউরে নিয়া পেচ্ছেপেচ্ছিতে ফেলার ঝুঁকি নেয়া ঠিক হবোনা!
তার চাইতে যারা যাবো আরকি, তাদের সাথে আমরা মিলেমিশে পিকনিক খাবো।
তুমার জন্যই কেবল আফসুস।
হ। আমার জন্য আফসুস। কোরবানীর ঈদ গেলো কাউরে কুরবানী দিতে পারলাম না।আফসুস। সত্যি আফসুস।
কুরবানী দিতে পারলেন না হতে পারলেন না।এই আফসুস।
তয় কয়দিন আগে যে শুনলাম আপনার কুরবানীর দিন ঘনায় আসছে????কবে আসতেছে ফুপা বৈদেশ থিকা????

কুরবানী দিতে পারলাম না, এই আফসুস।
সব ই তো আপনারা শুনেন , আমারে জিগান কেন? আমিও আপনাদের কাছ থেকে শুনি।
বিলাই তুমারে মানা করছে কেউ ? ৩/৪ জন নিয়া চল বান্ধবী ।
এমন ভাবে কৈলো, যেনো আমি ৩/৪ জন বান্ধুবী সব সময় লগে নিয়ে ঘুরি!
তুমি তাইলে একজন বান্ধবী নিয়া ঘুরো? এইটাই ভালো। তারেই নিয়া আইসো।
কি আনন্দ ! যাদের কারো সাথে কোনদিন দেখা হয়নি,তেমন সব বন্ধুদের সাথে পিকনিকে যাওয়ার স্বপ্ন দেখেও সুখ! আমার এ সুখস্বপ্ন দিবাস্বপ্নের করুণ পরিণতি লাভ করবে কিনা তা বুঝতে পারছিনা এখনও । সকলের আনন্দ বৃদ্ধি পাক, সফল হোক পিকনিক ।
নাজমুল দাদা, আরে দিবাস্বপ্ন হবে কেন, অবশ্যই যাচ্ছেন পিকনিকে।
আমাকে নেবেন আপনাদের সাথে পিকনিকেও ? দেখা হবে সবার সাখে ? সবার সাথে পরিচিত হব, একেবারে সামনাসামনি? মনিটর থেকে এক্কেবারে বাস্তব জগতে ? তা'হলে আমিও যাব ।
দয়া করে পিকনিকে যেতে আগ্রহীরা এখানে তাদের সম্মতি জানান।
তুমি আগ্রহী কিনা, সেডা জানাইছো?
দয়া করে পিকনিকে যাবে কেন?
দয়া করে যাবে না, নাম লিখাইবে দয়া করে । জয়িতা লিখছে তো , তাই এরকম হইছে - ঐ বিরাট গরু ছাগলের হাটের মতন।
১. জয়িতা
ক্যাম্নে ? বিলাই হাছিবা বেগম হইলো ১ নং আ নাম লেখাইতে । আপ্নে ২ নং
ধুর, কী বোর্ডের যন্ত্রনায় অস্থির। হাছিনা বেগম হবে
সাঈদ ভাই আমি ও আছি। লাব্বায়েক। ৯ তারিখে কনফার্ম করমু। আমার জায়গাটা আপনার কাছে রাইখেন
ভদ্র নয় বলেই হয়তো কেউ মনে রাখে নি আমাকে
লিস্টিতে নাম লেখায়ে দো-জাহানের অশেষ নেকি হাসিল করে ফেললাম।
তয়, সবই ১১ তারিখের পর।
কামলা খাটতে হইলে জায়গায় বইসা আওয়াজ দিয়েন.. হাজির হইয়া যামু।
আর, জনগণ সব বুড়া বুড়া মানুষজন না নিয়ে গিয়ে আমাদের দিকেও একটু খেয়াল রাইখেন!!!
মুক্ত জায়গায় থেকে বলছি, আমার ঘর পরিস্কার, কাপড় ইস্ত্রি সব বাকি, আসো এবং কাজে লাগো
তয়, যাত্রা ভাড়াটা পাঠায়ে দিয়েন... এবং এইটা "প্রি-পেইড"!!!
ভাড়া একটা ব্যাপার? ভাড়া ভাড়া করলে দো জাহানের অশেষ নেকী পাইবা? দৃষ্টিটা আরো প্রসারিত করো।
সবই হবে ১১ এর পরে । লিস্টিতে নাম দেইখ্যা অতীব ভালু লাগছে
হ... ২৪ তারিখ।
মারহাবা .... পেচ্ছাপেচ্ছি ভালু হইতেছে ......
২. রশিদা আফরোজ
নিবন্ধিত হইলো ।
পিকনিকে যাইতে সন্মতি, ২৪ তারিখ ফাইনাল করে ফেলেন। তাইলে ঐদিন ডিউটি নিবোনা । প্ল্যান পরিবর্তন হইলে মডারেটর রে মাইনাস। কিন্তু মডারেটরটা কে এইটাই বুঝলামনা....
হ, ফাইনাল ২৪ তারিখ। মডারেটর আমাদের প্রিয় মেসবাহ ভাই ।
পিকনিকে গিয়া আপনেদের অশেষ নেকী হাসিল হউক। শুভ কামনা জানাইয়া গেলাম। 'পেচ্ছাপেচ্ছি' শব্দের মানেটা কেউ কইবেন দয়া কইরা? ..... আছেন কেমুন সবাই? হ্যাপি থাঙ্কস গিভিং
আমিও যাব । দয়া করে নাম লিখাইলাম ।
আমিও যামু পিকনিকে ইচ্ছা আছে ।
ভালো পেচ্ছাপেচ্ছি।
পিকনিকে যাইতাম মন চায়। কিন্তু ১৬ই ডিসেম্বর ট্যুর একটা কনফার্ম করসি গতকাল।
পিকনিক তো ২৪ তারিখ, সমস্যা কি ??? এতদিন বাইরে থাকবেন ???
আনন্দের আর সীমা নাই
মনের দুঃখ মনে রাইখ্যা এইসব বানানি কথা কওনের মেলা দুঃখ গো ভাই
...গতকাল আমি লগইন(মেহমান হইয়া) না করেই মন্তব্য করে গিয়েছিলাম ওটা মডারেশনের হাত গলে এলো না কেনু কেনু কেনু?

পিকনিক যাইবেন বন্ধুর সব্বাই
মডারেটরের কালু হাত ভেঙে দাও, গুরিয়ে দাও।
মডারেটর মনয় ঘুমাইতেছিল মনে হয়
ভাইঙা দেন.. সেইটা দিয়া আম্রা নিহারি বানাই ... বাট গুড়াইয়েন্না... তাইলে কিছু হপে না
কিছু বিষয় জরুরী... নির্ধারন করেন ....
১. চাঁদা দেয়ার শেষ দিন....
২. চাঁদার পরিমান ....
৩. গাড়ী বুকিং দেয়া...
(এটা সদস্য কতজন তার উপর নির্ভর করবে)
৪. ভেন্যু বুকিং দেয়া...
৫. খাবারের আনুষাঙ্গিকতা সম্পন্য করা...
গতবারের মত এবারো ভাপা পিঠার পুরো আয়োজন সঙ্গে করে নেয়া যায়। সাথে চা এর ব্যবস্থা থাকলে মন্দ হয় না।
যেহেতু ঋহান থাকবে সেহেতু ধুমপান কোনভাবেই এলাউ করা হবে না।
আমি একা একা নির্ধারন কইরা দিমু ????
একদিন মিটিং ডাকেন, সবাই বসে ঠিক করি ।
দাবী একটাই, থাকতে হবে পান, থাকতে হবে পানীয়, আর থাকতে হবে আড়ােল আবডােল ধুমপানের অনুমতি ।
ধুমপান করলে স্ট্রোক হয়।----
হুমমমমমমমমমম...............................
বস... হুমান ক্যান?
না হুমাইয়া ২৩ তারিখ রাইতের টেরেনের টিকেট কৈরা ফালান। আইবেন রাইতে, যাইবেন রাইতে মানে ২৪ তারিখ রাইতে...
ভাবতেছি, বউ নিবো....... না বন্ধু নিবো
ক্যান বান্ধবী নাই ? নাকী বাড়ি চিটাগাং এইটা প্রমান করতে চান...
মাসুম্ভাই আর মেসবাহ ভাই এর ছবি দেইখা পুরাই.।
মেসবাহ ভাই এর ছবিখান কিন্তু আমার তোলা!!! হেহেহে!
কামলা খাটায় একটু প্রব্লেম হইতে পারে
আমি দুইটা জিনিসের জন্য ১১ তারিখের পর থেকা কামলা খাটতে যাইতাছি
মন্তব্য করুন